Thank you for trying Sticky AMP!!

কী নিয়ে আলোচনা করছেন রোহিত–দ্রাবিড়?

রায়নার চোখে ফাইনালে ভারত অনেক এগিয়ে

ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল। রোহিত শর্মার ভারত চলতি বিশ্বকাপের সেরা দল, অস্ট্রেলিয়া বিশ্বকাপ ইতিহাসেরই সেরা। লড়াইটা হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ভারত যতই এই আসরে ধারাবাহিক হোক না কেন, ফাইনালে অস্ট্রেলিয়াকে হারানো বেশ কঠিনই।

ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না অবশ্য বলছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে ভারত অনেক এগিয়ে। ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার কেন রোহিত শর্মার দলকে এগিয়ে রাখছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন। কোহলি-রোহিতদের দিয়েছেন অস্ট্রেলিয়াকে হারানোর টোটকাও।

Also Read: প্রত্যাশার চাপ কাটাতে যা করেন রোহিত শর্মা

২০১১ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২৮ বলে ৩৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন রায়না। দলকে তুলেছিলেন সেমিফাইনালে। ভারতের একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে রায়না বলেছেন, ‘আমার মতে, ভারত অনেক এগিয়ে। ব্যাটিং বিভাগের দিকে যদি তাকাই, প্রায় সব ব্যাটসম্যানরেই শতক আছে। খেলোয়াড়েরা ৪০০, ৫০০ করে রান করেছে। বিরাটের (কোহলি) তো ৭০০ রানের বেশি আছে, বোলাররা আছে ছন্দে। মনে হয় সূর্যকুমার এই ম্যাচে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এই ধরনের উইকেট ও পছন্দ করে। আইপিএলে আহমেদাবাদে ও খুব ভালোও করেছে। দেখা যাক।’

আহমেদাবাদের পিচ পর্যবেক্ষণ করছেন রোহিত

এই বিশ্বকাপে রোহিত শর্মা আছেন দুর্দান্ত ছন্দে। রান করেছেন ৫৫০। তবে মোট রান নয়, আলোচনায় রোহিতের খেলার ধরন। এই বিশ্বকাপে পাওয়ারপ্লেতে ভারত রান তুলেছে ১০৯ স্ট্রাইক রেটে, যা বিশ্বকাপে সর্বোচ্চ। বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা ১০ ম্যাচের ৫টিতেই প্রথম ১০ ওভারে ৭৫ বা এর চেয়ে বেশি রান তুলেছে ভারত। ২০১৯ বিশ্বকাপে যেখানে এক ম্যাচেও ৭০ রানের কোটা ছুঁতে পারেনি তারা। এসব রোহিতের কল্যাণেই।

Also Read: সেই রোহিত, এই রোহিত

ভারতের অধিনায়ক এই টুর্নামেন্টে ব্যাট করেছেন ১২৪.১৫ স্ট্রাইক রেটে। ৪০০-এর বেশি রান করেছেন, এমন ওপেনারদের মধ্যে বিশ্বকাপ ইতিহাসে যা সবচেয়ে বেশি। প্রথম ১০ ওভারে রোহিতের স্ট্রাইক রেট আরও বেশি—১৩৩.০৮, পাওয়ারপ্লেতে ছক্কাই মেরেছেন ২১টি। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন তো এই বিশ্বকাপে ভারতের আসল নায়ক হিসেবে রোহিতের নামটাই বলেছেন।

সুরেশ রায়না

রায়নার চোখেও রোহিত অসাধারণ, ‘রোহিত অসাধারণ খেলছে। অন্যের জন্য মঞ্চ তৈরি করছে। প্রথম ১০ ওভারেই যদি ৯০ রান তোলা যায়, তাহলে মিডল অর্ডার ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ হয়ে যায়।’

ভারতের সাবেক এই ক্রিকেটারের মতে, ফাইনাল জিততে হলে অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পার বিপক্ষে ভালো করতে হবে ব্যাটসম্যানদের। তিনি বলেছেন, ‘বিশ্বকাপ জিততে হলে জাম্পার বিপক্ষে ভালো করতে হবে। রশিদ খানকে বাদ দিলে দুর্দান্ত কোনো লেগ স্পিনারকে এই বিশ্বকাপে দেখিনি। মোহাম্মদ শামির পর বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক জাম্পা। মাঝের ওভারে তাঁর বিপক্ষে ভালো খেলতে হবে, জশ হ্যাজলউডের বিপক্ষেও। হ্যাজলউড টেস্ট ম্যাচের লাইনে চার নম্বর স্টাম্পে বল করে। মিচেল স্টার্কও আক্রমণাত্মক। আশা করছি দারুণ লড়াই হবে। মনে হচ্ছে, যারা টসে জিতবে, ব্যাটিং নেবে।’

Also Read: নাসের হুসেইনের চোখে ভারতের আসল নায়ক রোহিত শর্মা