প্রায় তিন বছর পর নুরুল হাসান এবং সাইফ হাসান জাতীয় টি-টোয়েন্টি দলে ফিরেছেন, যেখানে মোহাম্মদ নাঈম বাদ পড়েছেন। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, নুরুলকে পাঁচ-ছয়ে খেলার অ্যাপ্রোচ এবং সাইফকে টপ অর্ডারে বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। নাঈমকে সুযোগ দেওয়া হলেও তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি। নুরুল অস্ট্রেলিয়াতে 'এ' দলের সঙ্গে টি-টোয়েন্টিতে ১১৩.৮৬ স্ট্রাইক রেটে ১১৫ রান করেছেন। সাইফ ৬ ম্যাচে করেছেন ১৩২ রান।