মেয়েদের ওয়ানডে ক্রিকেটের ৫২ বছরের ইতিহাসে এই প্রথম ৩৩০ রানের বেশি তাড়া করে কোনো দল জিতল। বিশাখাপট্টনমে অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি সেঞ্চুরি করে ভারতকে হারিয়েছেন। অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল ৩৩১ রানের লক্ষ্য ৬ বল এবং ৩ উইকেট হাতে রেখে ছুঁয়ে ফেলে। এর আগে শ্রীলঙ্কা ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০২ রান তাড়া করে জিতেছিল। এটি নারী ওয়ানডে বিশ্বকাপে নতুন রেকর্ড।