মেহেদীকে টানা তিন ছক্কা মারলেন আকবর

ছক্কার নেশায় আকবর

রাজশাহী: ১৫ ওভারে ৯৯/৪।

রাজশাহীর ইনিংসে মেহেদীর করা ১৫তম ওভারের শেষ তিন বলে টানা তিনটি ছক্কা মারেন আকবর আলী। পঞ্চম উইকেটে এরই মধ্যে ৬৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মুশফিক ও আকবর।

আকবর ৩৩ বলে ৪৪ ও মুশফিক ২৮ বলে ৩১ রানে অপরাজিত। জয়ের জন্য ৩০ বলে ২৭ রান চাই রাজশাহীর।

নিশামকে ফেরালেন মেহেদী

রাজশাহী: ৮ ওভারে ৩৩/৪

রাজশাহীর ইনিংসে ৭ম ওভারে স্পিনার মেহেদী হাসানের শেষ বলে রান আউট হন জিমি নিশাম। ৬ বলে ৩ রান করেছেন।

ক্রিজে মুশফিকের (১১*) সঙ্গে আকবর আলী।

দুর্দান্ত শরীফুল

রাজশাহী: ৬ ওভারে ২৭/৩

রাজশাহীর ইনিংসে দ্বিতীয় ওভারে তানজিদ ও সাহিবজাদাকে আউট করেন চট্টগ্রামের পেসার শরীফুল ইসলাম। নিজের পরের ওভারে (ইনিংসের পঞ্চম) চতুর্থ বলে রাজশাহী অধিনায়ক নাজমুলকে (৩) বোল্ড করেন শরীফুল।

ইনিংসের ৫ ওভারের মধ্যে ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রাজশাহী।

উইকেট নেওয়ার পর শরীফুলের উদ্‌যাপন

তানজিদ ও সাহিবজাদা আউট

রাজশাহী: ৩ ওভারে ১৬/২

রাজশাহীর ইনিংসে ২.১ ওভারে শরীফুল ইসলামের বলে আউট ৯ বলে ৮ রান করা চট্টগ্রামের ওপেন তানজিদ। এই ওভারের পঞ্চম বলে সাহিবজাদা ফারহানকেও (৭) আউট করেন শরীফুল।

ক্রিজে মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল।

চট্টগ্রাম ১২৫ রানে অলআউট

১৯.৫ ওভারে ১২৫ রানে অলআউট চট্টগ্রাম রয়্যালস। আজ তাদের ব্যাটিংটা ঠিক রয়্যাল হয়নি। ২৪ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন আসিফ আলী। মাহমুদুল করেন ১৯ এবং হাসান নওয়াজের ব্যাট থেকে এসেছে ১৮ রানের ইনিংস।

রাজশাহীর হয়ে ১৭ রানে ৪ উইকেট নেন পেসার তানজিম। ২টি করে উইকেট রায়ান বার্ল ও জাহানদাদ খানের।

প্রথম ১০ ওভারে চট্টগ্রামের স্কোর ছিল ৪ উইকেটে ৬২। শেষ ১০ ওভারে ৬১ রান তুলতে ৬ উইকেট হারায় চট্টগ্রাম।

সংক্ষিপ্ত স্কোর:

চট্টগ্রাম রয়্যালস: ১৯.৫ ওভারে ১২৫ (আসিফ ৩৯, মাহমুদুল ১৯, হাসান ১৮; তানজিম ৪/১৭, বার্ল ২/১৫, জাহানদান ২/২৯)।

৪ উইকেট নেন রাজশাহীর পেসার তানজিম

আসিফ-হায়দারের জুটি

৭৪ রানে পড়েছিল চট্টগ্রামের সপ্তম উইকেট। তখন মনে হচ্ছিল ১০০ রানও বুঝি হবে না তাদের। তবে আসিফ আলী ও আবু হায়দার অষ্টম উইকেটে জুটি গড়ে ধাক্কা সামাল দিয়েছেন কিছুটা। ১৮ ওভার শেষে চট্টগ্রামের স্কোর ১১৯/৭।

ফিরলেন চট্টগ্রামের অধিনায়ক ও হাসান

চট্টগ্রাম: ১২ ওভারে ৭৩/৬।

রাজশাহীর স্পিনার রায়ান বার্লের করা ১১তম ওভারের প্রথম বলে আউট চট্টগ্রামের অধিনায়ক মেহেদী হাসান। মাঝে এক বল পর হাসান নওয়াজকেও আউট করেন বার্ল। ২৪ বলে ১৮ রানে ফিরলেন নওয়াজ। ক্রিজে দুই পাকিস্তানি—আসিফ আলী ও আমের জামাল।

উইকেট নেন রায়ান বার্ল

মুরাদে ফিরলেন মাহফিজুল

চট্টগ্রাম: ১০ ওভারে ৬২/৪

১০ম ওভারে মাহফিজুল ইসলামকে বোল্ড করেন রাজশাহীর স্পিনার হাসান মুরাদ। মাঝে এক ওভার আগেই মাহমুদুল আউট হন। ১৬ বলে ১০ রান করলেন মাহফিজুল। নতুন ব্যাটসম্যান অধিনায়ক মেহেদী হাসান। ১৫ রানে অন্য প্রান্তে হাসান নওয়াজ।

হারিসকে ফেরালেন তানজিম

চট্টগ্রাম: ৫ ওভারে ৪০/৩।

তানজিম হাসানের করা পঞ্চম ওভারে আউট মোহাম্মদ হারিস। ১১ বলে ১৬ রানে ক্যাচ দিয়ে ফিরলেন পাকিস্তানি ওপেনার।

৮ বলের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে চট্টগ্রাম। ক্রিজে নতুন ব্যাটসম্যান হাসান নওয়াজ।

মাহমুদুলও আউট

চট্টগ্রাম: ৪ ওভারে ৩৩/২।

২ ছক্কা ও ১ চারে ভালো শুরু পেয়েছিলেন মাহমুদুল। ৩.২ ওভারে রাজশাহীর পেসার জাহানদাদের বলে আউট হন তিনি। ১৩ বলে করেছেন ১৯ রান।

১২ রানে অপরাজিত হারিস। অন্য প্রান্তে নতুন ব্যাটসম্যান মাহফিজুল।

নাঈম শূন্য রানে আউট

চট্টগ্রাম: ১ ওভারে ১০/১

প্রথম ওভারেই চট্টগ্রামের ওপেনার মোহাম্মদ নাঈমের উইকেট পেলেন রাজশাহীর পেসার জিমি নিশাম। ২ বলে ০ রানে আউট হলেন নাঈম। তিনে নেমেছেন মাহমুদুল হাসান। আরেক ওপেনার ৪ বলে ৯ রানে অপরাজিত।

রাজশাহীর একাদশ

সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, জিমি নিশাম, রায়ান বার্ল, আকবর আলী, তানজিম হাসান, আব্দুল গাফফার সাকলাইন, হাসান মুরাদ ও জাহানদাদ খান।

চট্টগ্রামের একাদশ

মোহাম্মদ নাঈম, মাহমুদুল হাসান, হারিস রউফ, মাহফিজুল ইসলাম, হাসান নওয়াজ, মেহেদী হাসান (অধিনায়ক), আসিফ আলী, আমের জামাল, আবু হায়দার, শরীফুল ইসলাম ও আরাফাত সানি।

টস

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন।

টসের সময় দুই দলের অধিনায়ক

স্বাগতম

বিপিএলে আজ দিনের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি রাজশাহী ওয়ারিয়র্স। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছয় দলের টেবিলে দুইয়ে চট্টগ্রাম। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজশাহী। অর্থাৎ এই ম্যাচটি আসলে পয়েন্ট টেবিলে শীর্ষ দুই দলের লড়াই। প্লে অফ নিশ্চিত হয়েছে দুই দলেরই। পাশাপাশি প্লে অফে উঠেছে সিলেট টাইটানস এবং আজ ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে রংপুর রাইডার্সও নিশ্চিত করেছে প্লে অফ

রাজশাহীর প্রথম কোয়ালিফায়ার খেলা নিশ্চিত হয়েছে আগেই। আজ জিতলে কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত হবে চট্টগ্রামের।