
আজ শুরু হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর। প্রথম আসরে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ায় স্বাভাবিকভাবেই এই টুর্নামেন্ট নিয়ে সমর্থকদের আগ্রহ আছে।
এবার আগ্রহটা আরও বাড়ার কথা। কারণ, এবারের আসরে দেখা যাবে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তিনি জিএসএলের দ্বিতীয় আসরে খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
দুবাই ক্যাপিটালস সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন। সাকিব এ দলে ডাক পেয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ চোটে পড়ায়। আজ রাতেই দুবাই ক্যাপিটালস তাদের জিএসএলে প্রথম ম্যাচ খেলবে, প্রতিপক্ষ নিউজিল্যান্ডের লিগ সুপার স্ম্যাশের দল সেন্ট্রাল ডিসট্রিকস। দলে সুযোগ পেলে আজই এই টুর্নামেন্টে অভিষেক হবে সাকিবের।
সাকিব বিপিএলে সর্বশেষ খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। জিএসএলে অংশ নেওয়া এই ফ্র্যাঞ্চাইজি দলের বিপক্ষেও খেলবে সাকিবের দল দুবাই ক্যাপিটালস। পাঁচ দলের এই টুর্নামেন্ট শেষ হবে ১৮ জুলাই গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে।
সাকিবকে সর্বশেষ মাঠে দেখা গেছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। সেখানে তিনি লাহোর কালান্দার্সের হয়ে তিনটি ম্যাচ খেলেন। ফাইনালে একাদশে জায়গা না পেলেও তাঁর দল লাহোরই চ্যাম্পিয়ন হয়।
রংপুর রাইডার্স, দুবাই ক্যাপিটাল, সেন্ট্রাল ডিসট্রিকসের সঙ্গে জিএসএলে খেলবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল গায়ানা আমাজন ওয়ারিয়র্স।