Thank you for trying Sticky AMP!!

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন উমর গুল

পাকিস্তানের বোলিং কোচ উমর গুল

সোমবার আফগানিস্তান সিরিজের ১৫ সদস্যের দল ঘোষণা করলেও কোচিং স্টাফদের নাম জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মিকি আর্থারের সঙ্গে কথা চলছে জানিয়ে অপেক্ষার কথা বলেছিলেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি।

সাবেক দক্ষিণ আফ্রিকান কোচের সঙ্গে পিসিবির আলাপ সম্ভবত এখনো শেষ হয়নি। এক দিন পরই তাই স্থানীয়দের নিয়ে আফগান সিরিজের কোচিং স্টাফের নাম ঘোষণা করেছেন শেঠি।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের কোচ আবদুর রেহমানকে দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব। সাবেক ক্রিকেটার উমর গুল সামলাবেন বোলিং বিভাগ, মোহাম্মদ ইউসুফ দেখবেন ব্যাটিং।

পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি এক টুইট বার্তায় তাঁদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।

পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধান কোচ আবদুর রেহমান

দায়িত্ব পাওয়া তিনজনের মধ্যে ইউসুফ সাকলায়েন মুশতাকের নেতৃত্বাধীন আগের কোচিং স্টাফেও ছিলেন। উমর গুল ছিলেন আফগানিস্তান দলের বোলিং কোচ। এই সাবেক পেসার চলমান পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বোলিং কোচ হিসেবে কাজ করছেন।

প্রধান কোচের দায়িত্ব পাওয়ার আবদুল রেহমানও যুক্ত আছেন পিএসএলে, সহকারী কোচ হিসেবে কাজ করছেন মুলতান সুলতানসে।

৫৩ বছর বয়সী রেহমান দীর্ঘদিন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন দলে কোচের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ছিলেন সাউদার্ন পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ায়। গত নভেম্বরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পাকিস্তান সফরে ছিলেন যুব দলের সঙ্গে।

Also Read: বাবর জানেনই না ‘বিশ্রামে’, পিসিবি চেয়ারম্যানের দাবি অন্য কিছু

কোচিং স্টাফের মতো খেলোয়াড় তালিকায় বেশ কিছু পরিবর্তন এনেছে পিসিবি। আফগানিস্তান সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক বাবর আজম, উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান, পেসার শাহিন আফ্রিদি ও হারিস রউফ এবং টপ অর্ডার ব্যাটসম্যান ফখর জামানকে।

তাঁদের বদলে ডাকা হয়েছে সাইম আইয়ুব, তায়েব তাহির, আজম খান, ইহসানউল্লাহ, জামান খানদের মতো পিএসএল পারফরমারদের। ১৫ সদস্যের দলটির অধিনায়ক করা হয়েছে শাদাব খানকে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৪ মার্চ। পরের দুটি ম্যাচ ২৬ ও ২৭ মার্চ। সব ম্যাচই হবে শারজায়।

Also Read: বাজে আচরণ করলেই কঠিন ব্যবস্থা, রশিদ খানদের নাজাম শেঠির হুমকি