Thank you for trying Sticky AMP!!

ভারতীয় ওপেনার পৃথ্বী শ

শ্লীলতাহানির অভিযোগে পৃথ্বী শর বিরুদ্ধে তদন্তের নির্দেশ

একটা সময় তাঁর মধ্যে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ খোঁজা হতো। সেটা বয়সভিত্তিক ক্রিকেটে তাঁর পারফরম্যান্সের কারণে। তবে অনেক দিন ধরেই আলোচনায় নেই পৃথ্বী শ। এবার আইপিএলেও দিল্লির প্রথম দুই ম্যাচে একাদশে ছিলেন না। সুযোগ পেয়েছিলেন সর্বশেষ দুই ম্যাচে। প্রথম ম্যাচে ৪৩ রান করেছেন, গতকাল কলকাতার বিপক্ষে করেছেন ১০ রান। এরই মধ্যে মাঠের বাইরের এক ঘটনায় আলোচনায় উঠে এলেন পৃথ্বী শ।

ভারতের সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার স্বপ্না গিল ২০২৩ সালে পৃথ্বীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন। পুলিশকে সেই অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন মুম্বাইয়ের একটি আদালত।

ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, মুম্বাইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস সি তাইদে ১৯ জুনের মধ্য পুলিশকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পৃথ্বীর বিরুদ্ধে এফআইআর না নেওয়ার অভিযোগে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আবেদন করেছিলেন স্বপ্না গিল। তবে সেটি খারিজ করে দিয়েছেন আদালত। ২৪ বছর বয়সী পৃথ্বী শ তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির এই অভিযোগ শুরু থেকেই প্রত্যাখান করে আসছেন।

২০২৩ সালের সেই ঘটনার ব্যাপারে ভারতের সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছিল, ব্যবসায়ী বন্ধু আশিস যাদবকে নিয়ে খেতে বের হয়েছিলেন পৃথ্বী। হোটেলে ঢোকার আগে এক অপরিচিত ব্যক্তি তাঁর সঙ্গে সেলফি তুলতে চান। মামলার অভিযোগে বলা হয়, তাঁর অনুরোধ রক্ষা করে একবার সেলফি তোলেন পৃথ্বী। এরপর আরও সেলফি তুলতে চাইলে রাজি হননি এই ভারতীয় ওপেনার। এরপর পৃথ্বী ও তাঁর বন্ধুদের ওপর আক্রমণের অভিযোগ ওঠে স্বপ্না গিলের বিরুদ্ধে। গত বছর ফেব্রুয়ারিতে আটকও করা হয় তাঁকে। পরে জামিনে মুক্ত হয়ে পৃথ্বীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন স্বপ্না।

Also Read: টি-টোয়েন্টিতে ৫৩৮ উইকেট নেওয়া নারাইন বললেন—‘ক্রিকেট মানেই ব্যাটিং’

আইপিসি দণ্ডবিধির ৩৫৪, ৫০৯ ও ৩২৪ ধারা অনুযায়ী অভিযোগ করেছিলেন স্বপ্না গিল। ৩৫৪ নম্বর ধারা শ্লীলতাহানিবিষয়ক, ৫০৯ নম্বর ধারা নারীর ভদ্র আচরণের প্রেক্ষিতে ভাষাগত ও আচরণগত আক্রমণ ও অপমানবিষয়ক এবং ৩২৪ নম্বর ধারায় বিপজ্জনক অস্ত্র দ্বারা ইচ্ছাকৃতভাবে আক্রমণের ব্যাপারে বিধান রয়েছে। পৃথ্বী ও আশিস যাদবের বিরুদ্ধে ব্যাট দিয়ে পেটানোর অভিযোগও করেছিলেন স্বপ্না গিল।

পুলিশ এফআইএর নেয়নি, এই দাবিতে ম্যাজিস্ট্রেট আদালতে পৃথ্বীর বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন তিনি। সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, পৃথ্বী শর বিরুদ্ধে গিলের অভিযোগ ‘মিথ্যা এবং কোনো প্রমাণ মেলেনি’—আদালতের কাছে এই দাবি করেছে পুলিশ। ঘটনার সময় স্বপ্না গিল মাতাল ছিলেন বলেও আদালতের কাছে দাবি করেছে পুলিশ।

ভারতের হয়ে ৫টি টেস্ট, ৬টি ওয়ানডে এবং একটি টি–টোয়েন্টি খেলেছেন পৃথ্বী। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক ২০১৮ সালে।

Also Read: টেস্টের ব্যর্থতা নিয়ে প্রধান নির্বাচকের দুই দুঃখ