ক্রিকেটের কিংবদন্তি ওয়াসিম আকরাম তাঁর ক্যারিয়ারের শুরুতে কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারে খেলার সময় সতীর্থ মাইকেল ওয়াটকিনসনের একটি মজার প্র্যাঙ্ক এর শিকার হয়েছিলেন। ২১ বছর বয়সী আকরাম তাঁর ক্রিকেট ব্যাগটিকে দিন দিন ভারী মনে করছিলেন। পরে দেখেন, ওয়াটকিনসন ব্যাগের ভেতর একটি ইট লুকিয়ে রেখেছেন। আকরামও পাল্টা ওয়াটকিনসনের মোজা কেটে দিয়েছিলেন। পাকিস্তানের আদুরে ছেলে আকরাম বিদেশে কঠিন সময় পার করছিলেন।