
এশিয়া কাপে খেলার জন্য বাংলাদেশ দলের ঢাকা ছাড়ার দিন আজ। সকালে প্রথম দফায় দুবাইয়ের বিমানে উঠেছেন অধিনায়ক লিটন দাসসহ বেশ কয়েকজন। বাকিরা যাবেন রাতে। দুবাইগামী বিমানে উঠেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছেন ক্রিকেটাররা। অধিনায়ক লিটন দাস বিমান থেকে দেওয়া নিজের ছবির ক্যাপশনে লিখেছেন, ‘বিশ্বের সেরা সমর্থকদের কাছে প্রার্থনা চাইছি আমার জন্য ও আমার দলের জন্য। সংযুক্ত আরব আমিরাতে নিজেদের সেরাটা দেওয়ার প্রতিজ্ঞা করছি আমরা। একটি করে ম্যাচ ধরে এগোব, তবে চূড়ান্ত স্বপ্ন অবশ্য ট্রফি উঁচিয়ে ধরা।’