Thank you for trying Sticky AMP!!

আফগানিস্তানের বিপক্ষে কাল দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় বাঁ হাঁটুতে চোট পান ইবাদত

চোট পেয়ে ওয়ানডে সিরিজ শেষ ইবাদতের

আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ইবাদত হোসেন। আগামী ১৪ জুলাই সিলেটে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়েও শঙ্কা আছে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, ‘আজ ওর (ইবাদতের) এমআরআই করার কথা। তবে ওয়ানডে সিরিজে ওর আর কোনো সুযোগ দেখছি না। এমআরআইয়ের পর টি-টোয়েন্টি সিরিজেরটা বোঝা যাবে।’

গতকাল আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় বাঁ হাঁটুতে চোট পান ইবাদত। বোলিং স্ট্রাইডে আম্পায়ার গাজী সোহেলের কাঁধে ধাক্কা লাগায় রানআপ শেষ করতে পারেননি এই ফাস্ট বোলার। উল্টো বাম পায়ের হাঁটুতে বাজেভাবে আঘাত পান তিনি। এরপর আর বোলিং করা হয়নি ইবাদতের। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাঁকে। এর আগে ইবাদত ৯.২ ওভার বোলিং করেছিলেন।

আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজেও ইবাদতের খেলা নিয়ে শঙ্কা জেগেছে

গতকাল ইবাদতকে খেলা শুরুর আগেও একবার মাঠে পড়ে যেতে দেখা যায়। তখনো ঠিক একই জায়গায় ব্যথা পেয়েছিলেন। কিন্তু সেটা গুরুতর কিছু ছিল না।

Also Read: ব্যাটিং–ধসের নতুন দুশ্চিন্তায় বাংলাদেশ