Thank you for trying Sticky AMP!!

সাইমন ডুলের ধারাভাষ্যে হাসান আলীর স্ত্রীর রূপের প্রশংসা স্বাভাবিকভাবে নিতে পারেননি পাকিস্তানের মানুষ

হাসান আলীর স্ত্রীকে নিয়ে মন্তব্য করে বিপাকে ধারাভাষ্যকার

নিউজিল্যান্ডে বসে তাঁর সমাজব্যবস্থা–সংস্কৃতির সঙ্গে মানানসই কিছু নিয়ে মন্তব্য করলে স্বাভাবিক ধরে নেওয়া হতো। কিন্তু পাকিস্তানের মতো রক্ষণশীল দেশের মানুষ সাইমন ডুলের কথাগুলো সহজভাবে নিতে পারেননি।

তা কী করেছেন ডুল? ধারাভাষ্য দেওয়ার সময় পাকিস্তানের পেসার হাসান আলীর স্ত্রীর রূপের প্রশংসা করেছেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ধারাভাষ্য দিতে যাওয়া সাবেক এই কিউই ক্রিকেটার জায়ান্ট স্ক্রিনে হাসানের স্ত্রী সামিয়া আরজুকে দেখে বলেছেন, ‘এই সৌন্দর্য দেখে চোখ ফেরানো অসম্ভব। সে নিশ্চয়ই অনেকের মন জিতে নিয়েছে। সেই সঙ্গে ম্যাচটাও।’

ডুলের এ মন্তব্যের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটা দেখার পর অনেক পাকিস্তানি দাবি করেন, এমন মন্তব্য কোনোভাবেই প্রশংসাসূচক নয়। বরং সামিয়ার প্রতি অশালীন ইঙ্গিত করেছেন।

আবার অনেকের দাবি, ডুলের মন্তব্যের মধ্যে একপ্রকার লালসা রয়েছে। একজন লিখেছেন, ‘একজন সাবেক ক্রিকেটার হয়ে আরেক ক্রিকেটারের স্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করা ঠিক হয়নি।’

Also Read: পাকিস্তানে হাসান আলীর ভারতীয় স্ত্রীকে নিয়ে খোঁটা

পিএসএলে গত মঙ্গলবার মুলতান সুলতানের দেওয়া ২০৬ রানের পাহাড়সম লক্ষ্য ২ উইকেট আর ১ বল বাকি হাতে রেখে টপকে যায় হাসানের ইসলামাবাদ ইউনাইটেড। দুর্দান্ত জয়ের পর উদ্‌যাপন করতে থাকেন ইসলামাবাদের খেলোয়াড়েরা। সে সময় জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় হাসানের স্ত্রী সামিয়াকে। জয়ের আনন্দে মেতে উঠতে দেখা যায় তাঁকেও। ঠিক সেই মুহূর্তে ওই মন্তব্য করেন ডুল। সঙ্গী ধারাভাষ্যকাররা তাঁর কথা শুনে হাসতে শুরু করেন।

এবারের পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডে খেলছেন হাসান আলী

Also Read: বাংলাদেশকে ভুল করে ‘পাকিস্তান’ বললেন ধারাভাষ্যকার

৫৩ বছর বয়সী ডুল পুরো বিষয়টি নিছক মজার ছলে করলেও অনেক ক্রিকেটপ্রেমী তা মেনে নিতে পারেননি। সম্প্রতি বাবর আজমের ব্যাটিংয়েরও কড়া সমালোচনা করেছেন ডুল।

স্ত্রী–সন্তানের সঙ্গে হাসান আলী

২০১৯ সালে ভারতের হরিয়ানার মেয়ে সামিয়া আরজুকে বিয়ে করেন হাসান আলী। সামিয়া পেশায় উড্ডয়ন প্রকৌশলী। হাসান পাকিস্তানি আর সামিয়া ভারতীয় হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিয়ে নিয়েও ব্যাপক সমালোচনা হয়।

Also Read: সেই ক্যাচ ছাড়ার পর দুই দিন ঘুমোতে পারেননি হাসান আলী