Thank you for trying Sticky AMP!!

গ্লেন ম্যাক্সওয়েল

যত দিন হাঁটার শক্তি থাকবে, তত দিন আইপিএলে ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী তারকা গ্লেন ম্যাক্সওয়েল বলেছেন, ‘হাঁটাচলা বন্ধের’ আগপর্যন্ত আইপিএলে দর্শকদের বিনোদিত করবেন। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপও জিততে চান ম্যাক্সওয়েল।

বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচ খেলে দেশে ফিরেছেন ম্যাক্সওয়েল। গ্যাবায় আগামীকাল বৃহস্পতিবার বিগ ব্যাশের প্রথম ম্যাচে ব্রিসবেনের বিপক্ষে মেলবোর্ন স্টারসের নেতৃত্ব দেবেন এই তারকা অলরাউন্ডার। আইপিএলে তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

৩৫ বছর বয়সী ম্যাক্সওয়েলের আশা, আগামী বছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যত বেশি সম্ভব অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা যেন আইপিএলে খেলার অভিজ্ঞতা পান। মেলবোর্ন বিমানবন্দরে আজ ম্যাক্সওয়েল বলেছেন, ‘ভবিষ্যতে আমি যত টুর্নামেন্ট খেলব, তার মধ্যে সম্ভবত আইপিএলই হবে শেষ টুর্নামেন্ট। আমি তখনই আইপিএল ছাড়ব, যখন আর হাঁটতে পারব না।’

Also Read: ওয়ার্নার–জনসন ইস্যুতে কথা বলে শিরোনাম হতে চান না ম্যাক্সওয়েল

আইপিএলের প্রশংসায় ম্যাক্সওয়েল যোগ করেন, ‘আমার ক্যারিয়ারে আইপিএল কতটা ভালো ভূমিকা রেখেছে, সেটা নিয়েই কথা বলছিলাম; যাদের সঙ্গে মিশেছি, যেসব কোচের অধীন খেলেছি, যেসব আন্তর্জাতিক খেলোয়াড়দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি—আমার ক্যারিয়ারে টুর্নামেন্টটির অবদান বলে শেষ করা যাবে না।’

গত নভেম্বরে ভারতে বিশ্বকাপ জিতেছেন ম্যাক্সওয়েল

ম্যাক্সওয়েল একটি উদাহরণও দিয়েছেন, ‘দুই মাস এবি ডি ভিলিয়ার্স এবং বিরাট কোহলির সতীর্থ হবেন, অন্য ম্যাচ দেখতে দেখতে তাদের সঙ্গে আলাপ হবে। শেখার জায়গা থেকে ভাবলে কোনো ক্রিকেটারের জন্য এর চেয়ে বেশি কিছু আর চাওয়ার নেই।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আইপিএলে বেশি বেশি অস্ট্রেলিয়ান ক্রিকেটার দেখতে চান ম্যাক্সওয়েল, ‘আশা করি, অনেক অস্ট্রেলিয়ান আইপিএলে খেলতে পারবেন। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কন্ডিশনের মিল আছে, একটু শুকনা ও স্পিন ধরে।’

Also Read: গ্লেন ম্যাক্সওয়েল: গলফ কার্ট দুর্ঘটনা, বিশ্বকাপের অবিশ্বাস্য ইনিংস ও টেস্ট-স্বপ্নের কথা

সাদা বলের সংস্করণে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল এখন ফুরফুরে মেজাজে আছে। গত মাসেই ভারতের মাটিতে জিতেছে বিশ্বকাপ। কিন্তু ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর গত বছর ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে শিরোপা ধরে রাখতে পারেনি অস্ট্রেলিয়া।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেন ম্যাক্সওয়েল

কিন্তু এখন অস্ট্রেলিয়ার সামনে ইংল্যান্ডের মতো ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপও জয়ের সুযোগ। ম্যাক্সওয়েল এ নিয়ে বলেছেন, ‘বিশ্বকাপ জয়ের পরই আমরা পরের লক্ষ্যে মনোনিবেশ করা নিয়ে নিজেদের মধ্যে কথা বলেছি। আশা করছি, বিবিএল মৌসুমটাও দারুণ কাটবে।’

Also Read: ম্যাক্সওয়েল হতে পারলেন না ওয়েড, সিরিজ জিতে নিল ভারত