দারুণ সময় কাটছে মোহাম্মদ সিরাজের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১৯ রানে ৩ উইকেট নেওয়ার পর আজ সানরাইজার্স হায়দরবাদের বিপক্ষে নিলেন ১৭ রানে ৪ উইকেট। আইপিএলে যা তাঁর ক্যারিয়ার–সেরা।
আজ এই টুর্নামেন্টে শততম উইকেটের দেখাও পেয়েছেন এই ভারতীয় পেসার। সিরাজের সেঞ্চুরির দিনে তাঁর দল গুজরাট টাইটানসও জিতেছে সহজে।
রাজীব গান্ধী স্টেডিয়ামে হায়দরবাদের করা ১৫২ রান গুজরাট তাড়া করেছে ২০ বল ও ৭ উইকেট হাতে রেখে। টুর্নামেন্টে এটি গুজরাটের চতুর্থ ম্যাচে তৃতীয় জয়। অন্যদিকে এবারের আইপিএলে এটি হায়দরবাদের টানা চতুর্থ হার।
রান তাড়ায় শুরুটা ভালো হয়নি গুজরাটের। ১৬ রানে দলটি হারায় ২ উইকেট। তবে তৃতীয় উইকেট জুটিতে শুবমান গিল ও ওয়াশিংটন সুন্দরের ৫৬ বলে ৯০ রানের জুটিতে ম্যাচের ফল অনেকটাই নিশ্চিত হয়ে যায়।
চার নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৪৯ রানের ইনিংস খেলেছেন সুন্দর। অধিনায়ক গিল অপরাজিত ছিলেন ৬১ রানে। শেষদিকে নেমে ১৬ বলে ৩৫ রানের ইনিংস খেলেন শেরফান রাদারফোর্ড।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে এদিনও ট্রাভিস হেড ও অভিষেক শর্মা ঝড় তুলতে পারেননি। দলীয় ৯ রানে ব্যক্তিগত ৮ রান করে মোহাম্মদ সিরাজের বলে আউট হন হেড। অভিষেকও হাত খুলতে পারেননি। সিরাজের বলেই ১৬ বলে ১৮ রান করে বিদায় নেন। ঈশান কিষানও ফেরেন ১৭ রান করে। তিনি আউট হন প্রসিধ কৃষ্ণার বলে।
মিডল ওভারে হায়দরবাদের ব্যাটসম্যানদের আটকে রাখার কাজ করেন বাঁহাতি স্পিনার সাই কিশোর। ছন্দে থাকা এই বাঁহাতি ৪ ওভারে ২৪ রান খরচায় ফেরান হাইনরিখ ক্লাসেন ও নীতীশ রেড্ডিকে।
হায়দরাবাদের রানটা দেড় শ পার হয়েছে শেষদিকে প্যাট কামিন্সের ৯ বলে ২২ রানের অপরাজিত ইনিংসে। ইনিংসে প্যাট কামিন্সের দল ছক্কা মারতে পারে মাত্র দুটি। প্রসিধ ও কিশোর নিয়েছেন দুটি করে উইকেট।