পিছিয়ে যাচ্ছে রিংকু সিং ও প্রিয়া সরোজের বিয়ে। ভারত টি–টোয়েন্টি দলের মিডল অর্ডার ব্যাটসম্যান রিংকু ও দেশটির রাজনৈতিক দল সমাজবাদী পার্টির সংসদ সদস্য প্রিয়ার বিয়ে এ বছরের ১৯ নভেম্বর হওয়ার কথা ছিল।
কিন্তু রিংকুর ব্যস্ত সূচির কারণে বিয়ের দিনক্ষণ পিছিয়ে নাকি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও নিউজ ১৮ এই তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম দুটি হিন্দি ভাষার পত্রিকা অমর উজালার বরাতে এই খবর জানিয়েছে। পত্রিকাটি রিংকু ও প্রিয়ার পরিবারিক সূত্র বিয়ের নতুন সময় জানতে পেরেছে। তবে ফেব্রুয়ারির ঠিক কত তারিখে বিয়ে হবে, সেটি চূড়ান্ত করা হয়নি। তবে হোটেল বুক করা হয়েছে।
৮ জুন লক্ষ্ণৌতে বাগ্দান সারেন রিংকু সিং ও প্রিয়া সরোজ। আংটি বদলের পর ২৭ বছর বয়সী ব্যাটসম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘এই দিন লম্বা সময় ধরে আমাদের হৃদয়ে ছিল—প্রায় তিন বছর। অপেক্ষার প্রতিটি মুহূর্তই ছিল সার্থক। বাগদান সম্পন্ন—পূর্ণ হৃদয় নিয়ে, চিরকালের জন্য একসঙ্গে পথচলার অঙ্গীকার।’
বর-কনে দুজনের বাড়িই ভারতের উত্তর প্রদেশে। মিডল অর্ডার ব্যাটসম্যান রিংকু আলীগড়ের ছেলে আর সমাজবাদী পার্টির এমপি প্রিয়া বেনারসের মেয়ে। রিংকু ও প্রিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না। দুজনের পরিচয় পারস্পরিক যোগাযোগের মাধ্যমে। প্রিয়ার বাবার বন্ধু একজন সাবেক ক্রিকেটার, যিনি রিংকুকে অনেক আগে থেকেই চেনেন। তাঁর মাধ্যমেই দুজনের পরিচয় হয়।
রিংকুর বাগ্দত্তা প্রিয়া সরোজ রাজনীতিতে জড়িয়েছেন গত বছর। জৌনপুর জেলার মাছলিশহর আসনে বিজেপির এক বর্ষীয়ান নেতাকে ৩৫ হাজার ভোটে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন প্রিয়া। তাঁর বাবা তুফানি সরোজও একজন প্রবীণ রাজনীতিবিদ এবং উত্তর প্রদেশের কেরাকাট আসনের তিনবারের এমপি।