গত মে মাসে পাকিস্তানে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ
গত মে মাসে পাকিস্তানে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ: টিকিটের দাম কত, পাওয়া যাবে কোথায়

বাংলাদেশ–পাকিস্তান তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বনিম্ন ৩০০ টাকায় পূর্ব গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকেরা, ৪০০ টাকায় পাওয়া যাবে শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট। ১৫ জুলাই থেকে অনলাইনে কেনা যাবে টিকিট।

এ ছাড়া ক্লাব হাউসের জন্য ৮০০, ইন্টারন্যানশাল গ্যালারির জন্য ১৫০০ ও গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে দর্শকদের খরচ করতে হবে ২৫০০ টাকা। ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিটের দাম (করপোরেট বক্স) সর্বোচ্চ ৩৫০০ টাকা।

এই সিরিজের সব টিকিট এবার দর্শকদের কিনতে হবে অনলাইনে। www.gobcbticket.com.bd ওয়েবসাইট রেজিস্ট্রেশন করে টিকিট কিনতে পারবেন দর্শকেরা, একই নামে একটি অ্যাপও আছে। একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৪টি টিকিট কাটা যাবে। অনলাইনে অবিক্রীত টিকিটগুলো ম্যাচের দিন সকাল থেকে স্টেডিয়ামের সামনের দুটি বুথে পাওয়া যাবে। ১০০ টিকিট বিনা মূল্যে পাবেন জুলাই আন্দোলনের আহত ব্যক্তিরা।

টিকিট বিক্রির জন্য মধুমতি ব্যাংকের সঙ্গে তিন বছরের চুক্তি রয়েছে বিসিবির। এ জন্য মধুমতি ব্যাংক বিসিবিকে তিন কোটি টাকা দেবে, এমন তথ্য জানিয়েছেন পরিচালক মাহবুব আনাম। এবারও তারাই টিকিট বিক্রির দায়িত্বে থাকছে।

নানা অনিশ্চয়তার পর বাংলাদেশ–পাকিস্তান সিরিজের সম্প্রচার নিশ্চিত করা হয়েছে। নাগরিক টিভি ও টি স্পোর্টসে ম্যাচগুলো দেখা যাবে।

২০ জুলাই প্রথম টি–টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশ–পাকিস্তান সিরিজ। এরপর ২২ ও ২৪ জুলাই হবে পরের ম্যাচগুলো। সবগুলোই ম্যাচই সন্ধ্যা ছয়টায় শুরু হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।