
অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ইশান কিষান, হাইনরিখ ক্লাসেন...দলে এত এত মারমুখী ব্যাটসম্যান। শুরুর দিকে দু-একটি ম্যাচে দাপুটে ব্যাটিং করলেও সানরাইজার্স হায়দরাবাদের তারকা এই ব্যাটসম্যানরা ফ্লপই বলতে হবে। ইশান কিষান ছাড়া আজও এঁদের ব্যাটে ছিল রানের খরা। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দলকে জেতাতে ব্যাট হাতে ভূমিকা রাখতে হয়েছে কামিন্দু মেন্ডিস ও নীতিশ কুমার রেড্ডিকে।
খুব বড় লক্ষ্য হায়দরাবাদকে দিতে পারেনি চেন্নাই। ১৫৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পেয়েছে হায়দরাবাদ।
জয় পাওয়ার আগে অবশ্য শুরুর দিকে একটু ধুঁকতে হয়েছে কামিন্সের দলকে। তাড়া করতে নেমে কোনো রান করার আগেই অভিষেককে হারায় তারা। ব্যাটিং অর্ডারে আজ ওপরের দিকে উঠিয়ে আনা হয় ক্লাসেনকে। উদ্দেশ্য একটাই, তাঁকে আরও বেশি বল খেলতে দেওয়া। কিন্তু তিনি সেটা করতে পারেননি। মাত্র ৮ বল খেলে এক চারে ৭ রান করে আউট হয়ে ফিরেছেন চার নম্বরে নামা ক্লাসেন। তাঁর আগে আউট হয়ে ফিরেছেন হেড (১৬ বলে ১৯ রান)।
এরপর অবশ্য হাল ধরেন কিষান। এবারের আইপিএলে প্রথম ম্যাচে সেঞ্চুরি করা কিষানের পরের সাত ম্যাচে সর্বোচ্চ রান ছিল ১৮। সেই কিষানই আজ ৩৪ বলে ৫ চার ও এক ছয়ে করেছেন ৪৪ রান। কিষানের পর দ্রুত আউট হয়ে ফেরেন অনিকেত বর্মাও। এরপর ষষ্ঠ উইকেটে মেন্ডিস ও রেড্ডির ৩১ বলে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজেই ম্যাচ জেতে হায়দরাবাদ। মেন্ডিস ২২ বলে ৩২ ও রেড্ডি ১৩ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে ১৫৪ রানে অলআউট হয়েছে চেন্নাই। ইনিংসের প্রথম বলেই উইকেট হারানো চেন্নাই দেড় শর ওপরে রান তুলতে পেরেছে আয়ুশ মাহত্রের ১৯ বলে ৩০ ও ডেভাল্ড ব্রেভিসের ১ চার ও ৪ ছয়ে ২৫ বলে করা ৪২ রানের সৌজন্যে। ভেভাল্ডের এই ইনিংসই দলীয় সর্বোচ্চ। ওপেনার শেখ রশিদ আউট হয়েছেন শূন্য রানে। এ ছাড়া চেন্নাইয়ের আরও চার ব্যাটসম্যানের রান ছিল এক অঙ্কে। ধোনি করেছেন ৬ রান, আনশুল কাম্বোজ ও নুর আহমেদ করেছেন ২ রান করে আর খলিল আহমেদ অপরাজিত ছিলেন ১ রানে।
চেন্নাইয়ের ইনিংস গুঁড়িয়ে দিয়েছেন মূলত হার্শাল প্যাটেল। ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন ভারতীয় পেসার। দুটি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স ও জয়দেব উনাদকর। একটি করে উইকেট মোহাম্মদ শামি ও কামিন্দু মেন্ডিসের।