Thank you for trying Sticky AMP!!

জ্যাকেট পরে গ্যালারিতে দৌড়াচ্ছেন মোহাম্মদ সাইফউদ্দিন

১০ কেজি ওজনের জ্যাকেট পরে কেন দৌড়াচ্ছেন সাইফউদ্দিন

মোহাম্মদ সাইফউদ্দিন দৌড়াচ্ছেন খালি গায়ে। শীতের সকালে মিরপুরের একাডেমি মাঠে দৃশ্যটা দেখে অবাকই হতে হলো। একটু পর বোঝা গেল তিনি আসলে ‘ইয়ো ইয়ো টেস্ট’ দিচ্ছেন। শীতের সময় হলেও এমন ফিটনেস পরীক্ষা যে কারও ঘাম ঝরাতে বাধ্য। গত পরশু ঘাম ঝরছিল সাইফউদ্দিনেরও। এর কয়েক দিন আগে তাঁকে দেখা গিয়েছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে। গায়ে ‘ভেস্ট জ্যাকেট’ পরে গ্যালারির সিঁড়ি বেয়ে ওঠা–নামা করছিলেন। মূলত ফিটনেস ফিরে পেতেই ১০ কেজি ওজনের জ্যাকেট পরে সাইফউদ্দিনের অমন লড়াই।

‘গত কয়েক মাস অনেক কষ্ট করতে হয়েছে। এবার বিপিএল দিয়ে ফেরার চেষ্টা করছি। আশা করি, এবার ফিরতে পারলে দেশকে বিশেষ কিছু এনে দিতে পারব। সামনে বিশ্বকাপ আছে। সেটাকে লক্ষ্য করেই এগোচ্ছি।’
মোহাম্মদ সাইফউদ্দিন

চোটের সঙ্গে সাইফউদ্দিনের ঘরবাড়ি আরও আগে থেকে। টানা দুই মৌসুমও চোটমুক্ত কাটানোর নজির নেই তাঁর। চোটের কারণে গত বিপিএল খেলা হয়নি এই পেস বোলিং অলরাউন্ডারের। সাইফউদ্দিনের সর্বশেষ প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ খুঁজতে গেলে যেতে হবে ২০২৩ সালের মে মাসে, ঢাকা প্রিমিয়ার লিগে। আর সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২২ সালের অক্টোবরে, নিউজিল্যান্ড সফরে। প্রথম শ্রেণির ম্যাচ তো খেলেছেন আরও আগে, ২০২২ সালের ডিসেম্বরে বিসিএলে।

চোট সাইফউদ্দিনের ক্যারিয়ারে নতুন কিছু না

গত প্রিমিয়ার লিগের পর পিঠের পুরোনো ব্যথা ফিরে এলে সাইফউদ্দিনকে চিকিৎসার জন্য কাতারের এসপেটার স্পোর্টস মেডিসিন হাসপাতালে পাঠায় বিসিবি। চিকিৎসায় অবস্থার উন্নতিও হয় কিছুটা। গত অক্টোবরে ব্যাটিংয়ে ফেরার মতো অবস্থায় এলে নির্বাচকেরা জাতীয় ক্রিকেট লিগে তাঁকে ব্যাটসম্যান হিসেবে খেলতে বলেন। কিন্তু চার দিনের ম্যাচের প্রতিযোগিতা দিয়ে মাঠে ফিরতে চাননি সাইফউদ্দিন। তিনি চেয়েছিলেন বিসিএলের ৫০ ওভারের প্রতিযোগিতা দিয়ে মাঠে ফিরতে। ওদিকে নির্বাচকেরা আবার বিসিএলের কোনো দলেই তাঁকে রাখেননি।

Also Read: ২ দিনে টেস্ট সবচেয়ে বেশি হেরেছে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশের কী অবস্থা

নির্বাচক আবদুর রাজ্জাক ‘ব্যাটসম্যান’ সাইফউদ্দিনকে ৫০ ওভারের বিসিএলে না রাখার ব্যাখ্যা দিয়ে কাল বলেছেন, ‘সে ব্যাটসম্যান হিসেবে খেলতে চেয়েছিল। কিন্তু শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে জায়গা দেওয়া নির্বাচকদের জন্য একটু কঠিন। আর সে সম্পূর্ণ ফিট নয়, পুরো ফিট হয়েই আসা উচিত। ফিট না থাকায় সে জাতীয় লিগে খেলল না। সামনে যেহেতু আরও খেলা আছে, ফিট হলে তাকে সুযোগ দেওয়া হবে।’

মাঠে ফেরা পিছিয়ে গেলেও হাল ছাড়েননি সাইফউদ্দিন। নিজেকে প্রস্তুত করছেন

নির্বাচকদের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই হতাশ করেছে সাইফউদ্দিনকে। তবে মাঠে ফেরা পিছিয়ে গেলেও হাল ছাড়েননি তিনি। ১৯ জানুয়ারি শুরু বিপিএল দিয়ে পুরোদমে মাঠে ফেরার লক্ষ্য সাইফউদ্দিনের। গত ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে বোলিং শুরু করেছেন। এখন বল করছেন মাঝারি মাত্রায়। তবু বিপিএলের শুরু থেকে সাইফউদ্দিনকে পাবে না তাঁর দল ফরচুন বরিশাল। সব ঠিক থাকলে টুর্নামেন্টের মাঝপথে খেলায় ফেরার কথা তাঁর।

Also Read: বিশ্বকাপ দলে না থেকেও যে কারণে ব্যর্থতার তদন্তে তামিম

মাঠে ফেরার লড়াইয়ে সাইফউদ্দিন পাশে পাচ্ছেন জাতীয় দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। ২৭ বছর বয়সে এসেই থমকে যাওয়া সাইফউদ্দিনের ক্যারিয়ারটাকে আবারও গতিশীল করার চেষ্টা করছেন তিনি। সাইফউদ্দিনের আশা, এবার মাঠে ফিরলে ভালোভাবেই ফিরবেন।

টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নিজেকে তৈরি করছেন সাইফউদ্দিন। পাশে পেয়েছেন জাতীয় দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে

এ বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই সাইফউদ্দিনেরও লক্ষ্য বিশ্বকাপে খেলা। তাঁর মুখেই শুনুন সে কথা, ‘গত কয়েক মাস অনেক কষ্ট করতে হয়েছে। এবার বিপিএল দিয়ে ফেরার চেষ্টা করছি। আশা করি, এবার ফিরতে পারলে দেশকে বিশেষ কিছু এনে দিতে পারব। সামনে বিশ্বকাপ আছে। সেটাকে লক্ষ্য করেই এগোচ্ছি।’

Also Read: আইপিএলে ‘৩-এ ০’ তাসকিনের হতাশা