ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বিধ্বংসী রূপে দেখা গেল সাকিব আল হাসানকে। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ২৬ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি, যেখানে ৫টি চার ও ৫টি ছক্কা ছিল। এর আগে গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে সর্বশেষ ফিফটি করেছিলেন সাকিব। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে ২০ বলে করা ফিফটিটি তাঁর ক্যারিয়ারের দ্রুততম ফিফটিগুলোর মধ্যে অন্যতম।