Thank you for trying Sticky AMP!!

টানা তিন সেঞ্চুরি ফখরের

১৮০ রান করার পথে বাবরের যে রেকর্ড ভাঙলেন ফখর

সময় এখন ফখর জামানের। ওয়ানডেতে টানা তিনটি সেঞ্চুরি পেয়েছেন। এ বছরে আরও যে দুটি ওয়ানডে খেলেছেন, সেখানেও আছে একটি ফিফটি। গতকাল তো একাই করলেন ১৮০ রান। তাঁর এই ইনিংসে ভর করেই নিউজিল্যান্ডের ৩৩৬ রান পাকিস্তান পেরিয়ে গেছে ৭ উইকেট আর ১০ বল হাতে রেখে

১৮০ রানের ইনিংস খেলার পথে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের একটি রেকর্ড ভেঙেছেন এই ওপেনার। পাকিস্তানের হয়ে ওয়ানডেতে দ্রুততম ৩০০০ রানের রেকর্ড এখন ফখরের।

Also Read: পাকিস্তানের দুর্দান্ত জয়ে ফখর একাই ১৮০

বাবর ৩০০০ রান করেছিলেন ৬৮ ইনিংসে। ৩০০০ রান করতে ফখরের লেগেছে ৬৭ ইনিংস। ফখর যৌথভাবে দ্রুততম ৩০০০ রানের তালিকায় দ্বিতীয় স্থানে। ফখরের সমান ৬৭ ইনিংসে এই কীর্তি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শাই হোপ।

গতকাল ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন ফখর

দ্রুততম ৩০০০ রানের রেকর্ড নিয়ে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হাশিম আমলা নিরাপদেই আছেন বলা যায়! আমলা ব্যাটসম্যানের ৩০০০ রান করতে লেগেছিল মাত্র ৫৭ ইনিংস। ৬৯ ইনিংসে ৩০০০ রান করে পঞ্চম স্থানে ভিভ রিচার্ডস।

Also Read: পাকিস্তান দলে বাবর আজমের কাছের মানুষ কারা

ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের সর্বোচ্চ চার ইনিংসের তিনটির মালিকই এখন ফখর। ওয়ানডেতে পাকিস্তানের একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান তিনি। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে ২১০ রানের ইনিংস খেলেছিলেন ফখর।

পাকিস্তানের হয়ে এর পরের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি সাঈদ আনোয়ারের, ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে ১৯৪ রানের ইনিংস খেলেছিলেন সাবেক এই ওপেনার। পরের দুটি সর্বোচ্চ ইনিংস আবার ফখরের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২১ সালে ১৯৩ আর গতকালের ১৮০ রানের ইনিংস।

Also Read: এক ইনিংসের জন্য কোহলির পেছনে বাবর