নারী ওয়ানডে বিশ্বকাপ

৩৩১ রানের লক্ষ্য: রান তাড়ায় বিশ্ব রেকর্ড গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

এমন কিছু আগে দেখেনি মেয়েদের ক্রিকেট!

মেয়েদের ওয়ানডের ৫২ বছরের ইতিহাসে রান তাড়ায় ৩৩০ পেরিয়ে জয়ের কোনো উদাহরণ ছিল না। বিশাখাপট্টনমে আজ সেই উদাহরণ গড়ল অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলির অসাধারণ এক সেঞ্চুরিতে নারী ওয়ানডে বিশ্বকাপে ৩৩০ পেরিয়ে স্বাগতিক ভারতকে হারিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ৩৩১ রানের লক্ষ্য ছুঁয়েছে ৬ বল ও ৩ উইকেট হাতে রেখেই।

মেয়েদের ওয়ানডেতে সর্বোচ্চ লক্ষ্য ছুঁয়ে জয়ের রেকর্ডটা ছিল শ্রীলঙ্কার। গত বছর পচেফস্ট্রুমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩০২ রানের লক্ষ্য ৩৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই পেরিয়েছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে লরা ভলভার্টের ১৮৪ রানের ইনিংস ম্লান হয়ে গিয়েছিল চামারি আতাপাত্তুর অপরাজিত ১৯৫ রানের ইনিংসে।

এত দিন মেয়েদের ওয়ানডেতে রান তাড়ায় ৩০০ পেরিয়ে জয়ের এই একটি উদাহরণই ছিল। আজ সেটিও ছাপিয়ে যেতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন অ্যালিসা হিলি। অস্ট্রেলিয়ার অধিনায়ক ব্যাটিং ওপেন করে ১০৭ বলে করেছেন ১৪২ রান। ২১টি চারের সঙ্গে মেরেছেন ৩টি ছক্কা।

বিশ্ব রেকর্ড গড়ে জয়ের পর কিম গার্থকে নিয়ে মাঠ ছাড়ছেন এলিস পেরি (ডানে)

৩৫ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার ফিবি লিচফিল্ডকে নিয়ে ঝড়ের বেগেই শুরু করেন রান তাড়া। ১১.২ ওভারেই উদ্বোধনী জুটিতে উঠে যায় ৮৫ রান। ৩৯ বলে ৪০ রান করে লিচফিল্ড ফেরার পর এলিস পেরিকে নিয়ে ৬৯ রানের জুটি হিলির। জুটি ভাঙে পেরি আহত হয়ে উঠে যাওয়ার পর। যাওয়ার আগে ৩২ রান ছিল এই অলরাউন্ডারের

পেরি অবসরে যাওয়ার পর বেথ মুনি ও অ্যানাবেল সাদারল্যান্ডকে অল্পতেই ফিরিয়ে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে এনেছিল ভারত। ১৭০ রানে ৩ উইকেট খোয়ানোর পর তাহলিয়া ম্যাকগ্রাকে নিয়ে চতুর্থ উইকেটে ৯৫ রান যোগ করেন হিলি।

৩৯তম ওভারে স্নেহ রানার দারুণ এক ক্যাচের শিকার হয়ে অবশেষে যখন হিলি বিদায় নিলেন, অস্ট্রেলিয়ার স্কোর৩৮.৫ ওভারে ২৬৫/৪। এরপর ভারত আরও ৩টি উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে ৩০৩/৭ বানিয়ে দেয়।

এর ৪ রান আগেই অস্ট্রেলিয়া যখন ষষ্ঠ উইকেট হারাল ব্যাটিংয়ে ফেরেন পেরি। সোফি মোলিনুর বিদায়ের পর কিম গার্থকে (১৪*) নিয়ে বাকি পথটা নিরাপদেই পাড়ি দেন পেরি। ৪৯তম ওভারের শেষ বলে স্নেহ রানাকে ছক্কা মেরে যখন অস্ট্রেলিয়াকে ঐতিহাসিক জয় এনে দিলেন, পেরি অপরাজিত ৪৭ রানে।

ভারতে দারুণ শুরু এনে দিয়েছিলেন স্মৃতি মান্ধানা

এর আগে ভারত ৪৮.৫ ওভারে অলআউট হয় ৩৩০ রানে। রেকর্ড ও মাইলফলক ছোঁয়ার এক ম্যাচে স্মৃতি মান্ধানা প্রতীকা রাওয়ালকে নিয়ে উদ্বোধনী জুটিতে ২৪.৩ ওভারে যোগ করেন ১৫৫ রান। ৬৬ বলে ৮০ রান করার পথে নারী ওয়ানডে ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ১ হাজার রান করার রেকর্ড গড়া মান্ধানা ছুঁয়েছেন ৫ হাজার রানের মাইলফলকও।

মান্ধানা ও ৭৫ রান করা রাওয়ালের বিদায়ের পর রান তোলার গতি হারায় ভারত। ৩০ ওভারে ১ উইকেটে ১৯২ রান তোলা দলটি ১৩৮ রান তুলতেই হারায় শেষ ৯ উইকেট। অস্ট্রেলীয় পেসার অ্যানাবেল সাদারল্যান্ড ৪০ রানে নেন ৫ উইকেট।

চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার এটি তৃতীয় জয়। ৭ পয়েন্ট নিয়ে তারাই শীর্ষ। টানা দ্বিতীয় হারের পর ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভারত আছে তিনে।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৪৮.৫ ওভারে ৩৩০ (মান্ধানা ৮০, রাওয়াল ৭৫, দেওল ৩৮, রদ্রিগেস ৩৩, ঘোষ ৩২; সাদারল্যান্ড ৫/৪০, মলিনু ৩/৭৫)।অস্ট্রেলিয়া: ৪৯ ওভারে ৩৩১/৭ (হিলি ১৪২, পেরি ৪৭*, গার্ডনার ৪৫,  লিচফিল্ড ৪০; চরণী ৩/৪১)।ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।ম্যাচসেরা: অ্যালিসা হিলি।