Thank you for trying Sticky AMP!!

স্ত্রীর সঙ্গে বিসিবির পিচ কিউরেটর প্রবীণ হিঙ্গনিকার

ভারতে সড়ক দুর্ঘটনায় আহত বিসিবির কিউরেটর হিঙ্গনিকার, স্ত্রীর মৃত্যু

ভারতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিউরেটর প্রবীণ হিঙ্গনিকার। ঘটনাস্থলেই নিহত হয়েছেন তাঁর স্ত্রী। হিঙ্গনিকারের দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।

ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, পুনে থেকে নাগপুরে ফেরার পথে মহারাষ্ট্রের বুলধানা জেলার সামরুদ্ধি এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে হিঙ্গনিকারদের গাড়ি। তাঁদের গাড়িটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়।

স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে পাওয়া ছবিতে দেখা গেছে, গাড়িটি বেশ বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে স্থানীয় একটি সরকারি হাসপাতালের পর বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়েছে হিঙ্গনিকারকে। অবশ্য আপাতত তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনে হিঙ্গনিকার

৫৬ বছর বয়সী হিঙ্গনিকার খেলোয়াড়ি জীবনে বিদর্ভের হয়ে ৫৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২০১৮ সালে কিউরেটর হিসেবে বিসিবিতে যোগ দেন তিনি। বর্তমানে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই দায়িত্বে আছেন হিঙ্গনিকার।