কাল শুরু হয়েছে আবুধাবি টি-টেন লিগ। এই লিগে অংশ নিচ্ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, সাইফ হাসান ও তাসকিন আহমেদ। সাকিব রয়্যাল চ্যাম্পসের অধিনায়কত্ব করবেন। তাসকিন খেলবেন নর্দান ওয়ারিয়র্সে। বাংলাদেশ দলের নতুন তারকা সাইফ খেলবেন অ্যাসপিন স্ট্যালিয়নসে।
তাসকিনের দল কাল উদ্বোধনী দিনেই ম্যাচ খেলেছেন। সাকিব ও সাইফের দল মাঠে নামবে আজ। বাংলাদেশ দলের এই তিন ক্রিকেটারের ম্যাচ কখন কবে?