পিএসএল খেলতে গতকাল পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানা
পিএসএল খেলতে গতকাল পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানা

পিএসএলে অভিষেকের অপেক্ষা বাড়ল নাহিদ রানার

ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগেও পুরোদমে বোলিং অনুশীলন করেছেন। সেই মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে পেশোয়ার জালমি।

তা দেখে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা হয়তো ভেবেছিলেন আজই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হবে নাহিদ রানার। কিন্তু হলো না।

প্রথমবারের মতো পিএসএল খেলতে যাওয়া নাহিদের খেলতে নামার অপেক্ষা বাড়ল। গত বৃহস্পতিবার লাহোর কালান্দার্সের বিপক্ষে জয়ের দিনে পেশোয়ার জালমি যে চার বিদেশি নিয়ে খেলেছে, কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে আজও তাঁদের নিয়েই খেলছে।

ম্যাচ শুরুর আগে বোলিং অনুশীলনে নাহিদ রানা। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে

দলটির একাদশে থাকা বিদেশি খেলোয়াড়েরা হলেন ইংল্যান্ডের টম কোহলার-ক্যাডমোর ও লুক উড, ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ এবং অস্ট্রেলিয়ার মিচেল ওয়েন।

কোহলার-ক্যাডমোর ও ওয়েন মূলত ব্যাটসম্যান, উড ও জোসেফ পেসার। নাহিদকে একাদশে জায়গা পেতে হলে তাই শেষের দুজনের সঙ্গে লড়াই করতে হবে।

এবারের পিএসএলে নিজের ষষ্ঠ ম্যাচ খেলতে নামা জোসেফ ৯ উইকেট নিয়ে এই মুহূর্তে পেশোয়ারের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। বাঁহাতি পেসার উড খেলছেন নিজের চতুর্থ ম্যাচ, এখন পর্যন্ত নিয়েছেন ৫ উইকেট। উডের ইকোনমি রেটও বেশ ভালো—৭.২৩।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ টস জিতে কোয়েটাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন পেশোয়ার অধিনায়ক বাবর আজম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৪০ রান করেছে কোয়েটা। নাহিদের পেশোয়ারের পরের ম্যাচ আগামী শুক্রবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে।

নাহিদ রানাকে ছাড়াই খেলতে নেমেছে পেশোয়ার জালমি

পিএসএলে এখন পর্যন্ত আটজন বাংলাদেশি ক্রিকেটার খেলেছেন—সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়, সাব্বির রহমান ও রিশাদ হোসেন।

লেগ স্পিন অলরাউন্ডার রিশাদের এই মৌসুমেই অভিষেক হয়েছে। তিনি খেলছেন লাহোর কালান্দার্সে। এবার করাচি কিংসের হয়ে লিটন দাসেরও খেলার কথা ছিল। কিন্তু অনুশীলনের সময় আঙুলে চোট পাওয়ায় না খেলেই দেশে ফিরে এসেছেন লিটন।