Thank you for trying Sticky AMP!!

সন্তান অ্যালবির সঙ্গে প্যাট কামিন্স

এবার সাহিত্যিক হওয়ার পথে কামিন্স

ইংরেজি ভাষার অন্যতম প্রকাশনা সংস্থা হার্পারকলিন্সের সঙ্গে বই লেখার চুক্তি করেছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক প্যাট কামিন্স। সব বয়সী পাঠকের জন্য কিছু বই বের করার উদ্যোগ নিয়েছে হার্পারকলিন্স। এর মধ্যে ছোটদের জন্য সচিত্র বই, ছবির বই এবং ননফিকশন বই। এই বইগুলো লেখার কাজে সহ-লেখকও পাচ্ছেন গত বছর অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো কামিন্স।

Also Read: সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নেই হৃদয়ের

ছোটদের সচিত্র বই প্রকাশ হবে আগামী অক্টোবরে। কামিন্সের নামের সঙ্গে মিলিয়ে বইয়ের নাম রাখা হয়েছে ‘হাউজ্যাট প্যাট’। ৮ থেকে এর বেশি বয়সী খুদেদের জন্য এই বই বের করা হবে। তিন বন্ধুর বন্ধুত্ব, মানিয়ে নেওয়া, দলগত মানসিকতা, নেতৃত্ব, পরিবেশের যত্ন নেওয়া এবং ক্রিকেট—এসব বিষয়ের ওপর সচিত্র বইয়ের সিরিজ প্রকাশ করা হবে। ‘হাউজ্যাট প্যাট’ সিরিজে কামিন্স সহ-লেখক হিসেবে পাচ্ছেন পুরস্কার বিজয়ী লেখক এবং স্কুলের অধ্যক্ষ ডেভ হার্টলিকে। বইয়ের ইলাস্ট্রেশনের দায়িত্ব পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইলাস্ট্রেটর সেরেনা গেডেস।

ছোটদের জন্যও বই লিখবেন কামিন্স

ছোটদের ছবির বই আগামী বছর প্রকাশ করা হবে। তিন থেকে এর বেশি বয়সী শিশু-কিশোরদের জন্য উপযোগী হবে এই ছবির বই। কামিন্সের পরিবার এবং পারিবারিক সদস্যদের মজার মজার আচরণ ও ঘটনা অবলম্বনে এই বই লেখা হবে। কামিন্সরা মোট পাঁচ ভাই-বোন।

ক্রিকেটের বাইরে নতুন এই পরিচয় নিয়ে শিহরিত কামিন্স। সংবাদমাধ্যমকে বলেছেন, ‘পরিবার, স্কুল ও খেলা নিয়েই জীবনটা ব্যস্ততায় কেটেছে। মা ছিলেন অঙ্কের শিক্ষক। তিনি পড়তে ভালোবাসতেন এবং বিশ্ব নিয়ে প্রচুর আগ্রহী ছিলেন। বাবাও ক্রিকেট না দেখলে কিংবা ব্রুস স্প্রিংস্টিন না শুনলে পড়তেন।’

Also Read: হৃদয় ৯, লিটন ২

কামিন্স জানিয়েছেন, তাঁর পরিবার নতুন বিষয় জানতে সব সময় তাঁকে উদ্বুদ্ধ করেছে, ‘মনে পড়ে পারিবারিক ছুটিতে লং ড্রাইভে আমরা খুদেরা গল্পের বইয়ে নাক গুঁজে থাকতাম। বাড়ির পাশে উঠানে ভাইদের সঙ্গে ক্রিকেট খেলার মতো একটি ভালো বইয়ের রোমাঞ্চও উপভোগ করেছি। এখন আমার নিজেরই পরিবার আছে। খেলার প্রতি ভালোবাসা, রোমাঞ্চ ও বই পড়া—নিজের সন্তান অ্যালবিসহ সব অস্ট্রেলিয়ান খুদেদের এই প্রকাশনা প্রকল্পের সঙ্গে সংযুক্ত করতে চাই।’

ক্রিকেটও থাকছে কামিন্সের বইয়ে

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, কামিন্সের ননফিকশন বই এখনো প্রক্রিয়াধীন। এ বইয়ে কামিন্সের সহ-লেখক পুরস্কার বিজয়ী বেন ম্যাকেলভি। সমকালীন নেতৃত্ব এবং সিদ্ধান্ত নেওয়া—এসব অবলম্বনে লেখা বইটি আগামী বড়দিনে বাজারে আসবে।

কামিন্স সংবাদমাধ্যমকে বলেছেন, ‘গত বছর আমি বই লেখার সিদ্ধান্ত নিই। কিছু চ্যালেঞ্জ, নেতৃত্বের ইতিবাচক দিক এবং সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আরও জানতে চেয়েছি। এ বইয়ের জন্য আমি নিজের পছন্দের কিছু মানুষের সাহায্য নিয়েছি, যাদের এসব বিষয়ে জীবনে মূল্যবান অভিজ্ঞতা আছে। চমৎকার সব গল্প তাদের। কিছু বিষয় তো নিজের জীবন থেকে পাওয়া অভিজ্ঞতারই প্রতিফলন।’

Also Read: নিশাঙ্কা-আসালাঙ্কা জুটিতে শ্রীলঙ্কার সিরিজে ফেরা