Thank you for trying Sticky AMP!!

সেঞ্চুরির পর লফটি-ইটন, আজ কীর্তিপুরে

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড নামিবিয়ার লফটি-ইটনের

ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন নামিবিয়ার ইয়ান নিকোল লফটি-ইটন। আজ কীর্তিপুরে স্বাগতিক নেপালের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে এই রেকর্ড গড়েন তিনি। লফটি-ইটন ভাঙলেন নেপালেরই কুশল মাল্লার রেকর্ড।

লফটি-ইটন আজ সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ৩৩ বলে। গত সেপ্টেম্বরে হাংঝুতে এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩৪ বলে সেঞ্চুরি করেছিলেন মাল্লা। একই ম্যাচে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছিলেন দীপেন্দ্র সিং ঐরী, নেপাল তুলেছিল রেকর্ড ৩ উইকেটে ৩১৪ রান।

Also Read: কোটি টাকার হৃদয়ের কোটি টাকার ব্যাটিং

আজ ১১তম ওভারে ৬২ রানে তৃতীয় উইকেট হারায় টসে জিতে ব্যাটিংয়ে নামা নামিবিয়া। লফটি-ইটন নামেন ৫ নম্বরে, এরপরই তোলেন ঝড়। মাত্র ১৮ বলে ফিফটি পান। ১৯তম ওভারের তৃতীয় বলে ঐরীর বলেই চার মেরে দ্রুততম সেঞ্চুরি পূর্ণ করেন এ বাঁহাতি।

৩৬ বলে ১০১ রানের ইনিংসে লফটি-ইটন মারেন ১১টি চার ও ৮টি ছক্কা। মানে বাউন্ডারি থেকেই তিনি তোলেন ৯২ রান। নামিবিয়ার কোনো ব্যাটসম্যানের যেটি রেকর্ড। আগের রেকর্ড ছিল জিন-পিয়ের কোটজের ৮২ রান।

Also Read: ব্র্যাডম্যানের পরই যেখানে জয়সোয়ালের নাম

চতুর্থ উইকেটে ম্যালান ক্রুগারের সঙ্গে ৫২ বলে ১৩৫ রান যোগ করেন লফটি-ইটন, যেটি চতুর্থ উইকেটে নামিবিয়ার সর্বোচ্চ। ২০ ওভারে নামিবিয়া তোলে ৪ উইকেটে ২০৬ রান। ওপেনিংয়ে নামা ক্রুগার অপরাজিত থাকেন ৪৮ বলে ৫৯ রানে।

নেপালেরই কুশল মাল্লার রেকর্ড ভাঙেন লফটি-ইটন

রানতাড়ায় মিডল অর্ডারে অধিনায়ক রোহিত পৌডেল (২৪ বলে ৪২), মাল্লা (২১ বলে ৩২) ও ঐরী (৩২ বলে ৪৮) চেষ্টা করলেও ৭ বল বাকি থাকতে ১৮৬ রানে গুটিয়ে যায় নেপাল। সেঞ্চুরির পর বোলিংয়ে ২৯ রানে ২ উইকেট নেন লফটি-ইটন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩তম খেলোয়াড় হিসেবে একই ম্যাচে সেঞ্চুরি ও কমপক্ষে ২ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি।

সিরিজের পরের ম্যাচে আগামীকাল নেদারল্যান্ডসের মুখোমুখি হবে নেপাল, ২৯ ফেব্রুয়ারি একই প্রতিপক্ষের সঙ্গে খেলবে নামিবিয়া।