Thank you for trying Sticky AMP!!

রোহিত শর্মা ও বিরাট কোহলি

রোহিতের রেকর্ড, চার অঙ্কে কোহলি

মাহেলা জয়াবর্ধনেকে টপকে যেতে মাত্র ২৮ রান দরকার ছিল বিরাট কোহলির। আগের দুই ম্যাচে যেভাবে ব্যাট করেছেন, তাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই রানটা তুলে ফেলবেন বলেই মনে হচ্ছিল। তবে এযাত্রায় সেটি আর হয়নি। আউট হয়েছেন ১২ রানে।

Also Read: টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার যে ১০টি রেকর্ড ভেঙে যেতে পারে

আরও ১৬ রান করতে পারলে আজই টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রানের মালিক হয়ে যেতেন কোহলি। তবে আপাতত সেটি না হলেও দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।

টি–টোয়েন্টি বিশ্বকাপে ৩৩ বছর বয়সী কোহলির রান এখন ১০০১। পাঁচটি বিশ্বকাপ খেলা কোহলি হাজারের মাইলফলক স্পর্শ করতে খেলেছেন ২৪ ম্যাচ। কোহলির চেয়ে সাতটি ম্যাচ বেশি খেলে সর্বোচ্চ ১০১৬ রানের মালিক শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার জয়াবর্ধনে।

সাবেক লঙ্কান অধিনায়ক জয়াবর্ধনে এখন আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসের প্রধান কোচ। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন ২০১৪ সালে। ৯৬৫ রান নিয়ে বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রহ করা ক্রিস গেইলও এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টির বাইরে।

এখনো যাঁরা খেলছেন তাঁদের মধ্যে কোহলির সবচেয়ে কাছে আছেন সতীর্থ রোহিত শর্মা। ৩৬ ম্যাচ খেলে ৯১৯ রান তাঁর।

রোহিত নিজেও আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি মাইলফলক পেরিয়েছেন। রেকর্ড অষ্টম টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলা রোহিতের ম্যাচ ৩৬টি। টি–টোয়েন্টি বিশ্বকাপে এটিই যেকোনো ক্রিকেটারের সর্বোচ্চ ম্যাচ। শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানকে পেছনে ফেলেছেন ভারত অধিনায়ক।

সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে রোহিতের কাছাকাছি আছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। রোহিতের মতো সব কটি বিশ্বকাপে খেলা সাকিব এখন পর্যন্ত ৩৪ ম্যাচ খেলেছেন। এবারের বিশ্বকাপে থাকা ক্রিকেটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ৩২ ম্যাচ অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের।