Thank you for trying Sticky AMP!!

ভারতের সাবেক স্পিনার হরভজন সিং

পাকিস্তানের মানুষই তো অনিরাপদ, সেখানে ভারত যাবে কেন

এশিয়া কাপ কোথায় হবে, তা নিয়ে জটিলতা এখনো কাটেনি। এ বছরের এশিয়া কাপের অফিশিয়াল আয়োজক পাকিস্তান। কিন্তু ভারত পাকিস্তানে গিয়ে কোনোভাবেই এশিয়া কাপ খেলবে না। বিষয়টি সরাসরি জানিয়েও দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। নিজেদের মাটিতে এশিয়া কাপ আয়োজনে অনড় পাকিস্তানও।

এমন ঘোলাটে পরিস্থিতির মধ্যে বিতর্কের আগুন আরও উসকে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং। ভারতের হয়ে ১০৩ টেস্ট, ২৩৬ ওয়ানডে ও ২৮টি টি–টোয়েন্টি খেলা হরভজন মনে করেন, এশিয়া কাপ খেলতে ভারত ক্রিকেট দলের পাকিস্তানে যাওয়া ঠিক হবে না।

Also Read: এশিয়া কাপে আবারও ভারত–পাকিস্তান একই গ্রুপে

এ কথার পেছনে যুক্তি হিসেবে হরভজন যা বলেছেন, তা শুনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে দেশটির রাজনৈতিক মহল চটে যেতে পারেন। হরভজন মনে করেন, পাকিস্তানের মানুষই নিজেদের মাটিতে নিরাপদ নয়, সেখানে ভারত ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তো উঠবেই! সংবাদ সংস্থা এএনআইকে হরভজন বলেছেন, ‘যেহেতু অনিরাপদ, তাই ভারতের পাকিস্তান সফরে যাওয়া উচিত হবে না। আর আমরা সেখানে যাওয়ার ঝুঁকি নেব কেন? তাদের জনগণই তো নিজেদের দেশে অনিরাপদ।’

রোহিত শর্মা ও বাবর আজম

এশিয়া কাপ এ বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা। গত বছর অক্টোবরে এ নিয়ে বিতর্ক উসকে দিয়েছিলেন বিসিসিআই সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান জয় শাহ। ভেন্যু পাল্টানোর দাবি তুলে জয় শাহ জানিয়ে দেন, ভারত ক্রিকেট দল এশিয়া কাপে খেলতে পাকিস্তান সফরে যাবে না।

পিসিবির পক্ষ থেকে পাল্টা জবাবে বলা হয়, এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে না গেলে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ বর্জনের কথা ভাববে পাকিস্তান। এ বছর অক্টোবর–নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ।

Also Read: ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এবার ভবিষ্যদ্বাণী করবেন না হরভজন

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এশিয়া কাপের আয়োজক। গত মাসে বাহরাইনে এসিসির বৈঠকে এশিয়া কাপ নিয়ে ভারত–পাকিস্তান দ্বন্দ্বের সুরাহা হওয়ার কথা ছিল। কিন্তু সে বৈঠকেও কোনো সমাধান মেলেনি।

Also Read: পাকিস্তানে নয়, এশিয়া কাপ হতে পারে আরব আমিরাতে

তবে সংযুক্ত আরব আমিরাত এশিয়া কাপের বিকল্প ভেন্যু হতে পারে বলে সংবাদ বেরিয়েছিল তখন। পাকিস্তান অবশ্য নিজেদের মাটিতে টুর্নামেন্টটি আয়োজনের দাবি থেকে সরে আসেনি। আজ দুবাইয়ে আইসিসির বোর্ড মিটিংয়ে এশিয়া কাপের প্রসঙ্গ ওঠার কথা আছে।

Also Read: এশিয়া কাপ পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া ক্রিকেটের জন্যই ভালো