৯৭ রানের জুটি গড়েছেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান
৯৭ রানের জুটি গড়েছেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান

মুলতান টেস্ট

কুয়াশা, আলোকস্বল্পতা ও সিলসের দিনে শাকিল-রিজওয়ানের ফিফটি

দুই দলে বিশেষজ্ঞ স্পিনার আছেন তিনজন। কুয়াশাচ্ছন্ন টেস্টের শুরুটাও হলো গুড়াকেশ মোতির বাঁহাতি স্পিনে। তবে মুলতান টেস্টের শুরুর দিনে দাপট দেখা গেল সেই পেসেরই।

বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ পেসার জেইডেন সিলসের। প্রথম দিনে পাকিস্তানের উইকেট পড়েছে ৪টি, যার ৩টিই নিয়েছেন সিলস। অন্যটি মোতি। দিন শেষে পাকিস্তানের রান ৪ উইকেটে ১৪৩। ৯৭ রানের জুটি গড়ে উইকেটে টিকে আছেন সৌদ শাকিল (৫৬) ও মোহাম্মদ রিজওয়ান (৫১)।

অতিরিক্ত কুয়াশার কারণে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শুরু হয়েছে ৪ ঘণ্টা পর। প্রথম সেশনে খেলাই হয়নি। দিনের শেষটাও নেমেছে আলোকস্বল্পতায়। সব মিলিয়ে খেলা হয়েছে মাত্র ৪১.৩ ওভার। কুয়াশাতে খেলা শুরু করতে দিনদুপুরে লেগেছে ফ্লাডলাইট।

অতিরিক্ত কুয়াশার কারণে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শুরু হয়েছে ৪ ঘণ্টা পর

এমন অবস্থাতেও টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। যে সিদ্ধান্তের জন্য আক্ষেপ করতেও হয়তো বেশি সময় লাগেনি তাঁর। ১৩.৩ ওভারে ৪৬ রান তুলতেই যে ৪ উইকেট হারিয়েছে পাকিস্তান।

শুরুটা অভিষিক্ত মোহাম্মদ হুরাইরাকে দিয়ে। সিলসের বলে মাত্র ৬ রান করে ফেরেন শোয়েব মালিকের ভাতিজা। এরপর ১১ রান করা অধিনায়ক শান মাসুদকে ফিরিয়েছেন মোতি। দুজনেই ক্যাচ দেন অভিষিক্ত উইকেটকিপার টেভিন ইমালচকে।

সিলস নিয়েছেন ৩ উইকেট

সিলসের পরের শিকার বাবর আজম, ক্যাচ দিয়েছেন ইমালচের হাতে। সর্বশেষ ৩ ইনিংসে ফিফটি করা বাবর আজ ফিরেছেন ৪ রান করে। কামরান গুলাম হন এলবিডব্লু। বোলার সেই সিলস।

এরপরের গল্পটা পাকিস্তানের দুই মিডল অর্ডার ব্যাটসম্যানের। ১৮তম টেস্টে ক্যারিয়ারের ১৩তম বারের মতো পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেললেন শাকিল। রিজওয়ান করেছেন ক্যারিয়ারের ১১তম টেস্ট ফিফটি।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ৪১.৩ ওভারে ১৪৩/৪ (শাকিল ৫৬, রিজওয়ান ৫১; সিলস ৩/৩১, মোতি ১/৪৫)