ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগ ১১ নারীর

ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের এক তারকা ক্রিকেটারের বিরুদ্ধে যৌন নিপীড়ন, যৌন হয়রানি ও একাধিক ধর্ষণের অভিযোগ উঠেছে। ক্যারিবীয় অঞ্চলের কয়েকটি সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন করা হয়েছে। তবে অভিযুক্ত ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি।

ক্যারিবিয়ানভিত্তিক ক্রীড়াবিষয়ক টেলিভিশন চ্যানেল স্পোর্টসম্যাক্স টিভির প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ক্রিকেটারের বাড়ি গায়ানায় এবং তিনি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে খেলছেন।

অন্তত ১১ জন নারী, যাঁদের মধ্যে একজন কিশোরীও আছে, অভিযোগ করেছেন যে ওই ক্রিকেটারের মাধ্যমে তাঁদের কেউ যৌন নিপীড়ন, কেউ বিকৃত যৌনাচার আবার কেউ ধর্ষণের শিকার হয়েছেন। যদিও তাঁর বিরুদ্ধে এখন পর্যন্ত আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি।

স্পোর্টসম্যাক্স টিভি আরও জানিয়েছে, অভিযুক্ত ক্রিকেটারকে রক্ষা করার জন্য বেশ কয়েকবার ঘটনাগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। টেলিভিশন চ্যানেলটি এ ব্যাপারে জানতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লুআই) সঙ্গেও যোগাযোগ করে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর সোয়ালো এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি

উত্তরে বোর্ড সভাপতি কিশোর সোয়ালো বলেন, ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বিষয়টি সম্পর্কে অবগত নয়। এর ফলে আমরা এখনই কোনো মন্তব্য করতে পারি না।’

গায়ানার সংবাদপত্র কাইয়েটুর স্পোর্টসে প্রথম সেই ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অভিযোগের বিষয়টি উঠে আসে। সংবাদমাধ্যমকে এক ব্যক্তি বলেন, ‘আমি কমপক্ষে ১১ জন নারীর কাছ থেকে এমন বর্ণনা শুনেছি। তাঁদের মধ্যে একজন কিশোরীও ছিল। তাঁরা সবাই দাবি করেছেন যে ওই ক্রিকেটারের মাধ্যমে তাঁরা যৌন নির্যাতন, বিকৃত যৌনাচার ও ধর্ষণের শিকার হয়েছেন।’

সংবাদমাধ্যমগুলো অভিযুক্ত ক্রিকেটারের নাম প্রকাশ না করলেও অভিযোগকারী এক নারীর আইনজীবী তাঁর কথায় যেসব ইঙ্গিত দিয়েছেন, তাতে ওই ক্রিকেটারকে সবারই চেনার কথা।

আইনজীবী নাইজেল হিউজ বলেছেন, ‘অভিযুক্ত ক্রিকেটারের দুর্দান্ত পারফরম্যান্সে ২০২৪ সালের জানুয়ারিতে গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়া সফর শেষে ওই ক্রিকেটার গায়ানায় ফেরার সময় তাঁকে নায়কোচিত সংবর্ধনা দেওয়া হয়েছিল।’

বার্বাডোজের ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজ–অস্ট্রেলিয়া প্রথম টেস্ট চলছে

নাইজেল আরও বলেন, ‘সেই সময় দেশে ফেরার পর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে আলোচনা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তবে সম্প্রতি অভিযোগগুলোর ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’