সাকিব ও মিরাজ যখন বাংলাদেশ জাতীয় দলে সতীর্থ ছিলেন
সাকিব ও মিরাজ যখন বাংলাদেশ জাতীয় দলে সতীর্থ ছিলেন

‘আগে সাকিব ভাই করতেন, এখন আমাদের দায়িত্ব আরও বেশি’

আগের ম্যাচে ১০ উইকেট নিয়েও দলকে জেতাতে পারেননি। আজ সেঞ্চুরি করেছেন, বল হাতে নিয়েছেন ৫ উইকেট।

এমন অর্জনের পর দলও পেয়েছে ইনিংস ব্যবধানে জয়। স্বাভাবিকভাবেই মিরাজের উচ্ছ্বাসটা একটু বেশি। এর সঙ্গে আলোচনায় তাঁর ভূমিকাও।

একদিন সাকিব আল হাসানের ‘অলরাউন্ডার’ ভূমিকাটা নেবেন মিরাজ—ক্যারিয়ারের শুরু থেকেই বারবার কথাটা শুনতে হয়েছে মিরাজকেও। সেই একদিন কি এসে গেল?

সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, ‘সাকিব ভাইয়ের অর্জন অনেক বেশি, আমরা জানি। এই প্রশ্নটা সবাই দেখি করে। সাকিব ভাই সাকিব ভাইয়ের রোল প্লে করেছে। আমার ক্যারিয়ার শুরু হয়েছে বোলিং দিয়ে। পরে ব্যাটিংয়ে উন্নতি করেছি। যেহেতু আমি ব্যাটিংটা পারি। চেষ্টা করেছি উন্নতি করার। এখন আমি দলকে আরও বেশি সাহায্য করতে পারি। আমি সেভাবে নিজেকে গড়ার চেষ্টা করেছি।’

এরপর মিরাজ তাঁর ভাবনাও স্পষ্ট করেন, ‘আমি নিজের মতো করেই খেলতে চাই।’

সাকিবের সঙ্গেও লম্বা সময় খেলেছেন মিরাজ, সব সংস্করণেই তাঁদের দেখা গেছে একসঙ্গে। কিন্তু সে সময়ের সঙ্গে এখনকার ভূমিকা অনেকটাই বদলে গেছে বলে মনে করেন তিনি।

বাংলাদেশের হয়ে লম্বা সময় একসঙ্গে খেলেছেন সাকিব ও মিরাজ

পুরোনো প্রজন্মের সবাই বিদায় নিয়েছেন। এখন দায়িত্বটা যে তাঁদের কাঁধে, মনে করিয়ে দিয়ে মিরাজ বলেন, ‘যেহেতু টিম ম্যানেজমেন্ট, সবাই ব্যাটিংয়ে আস্থা রাখে। আমিও ভেবেছি, আমার ব্যাটিংটা গুরুত্বপূর্ণ। এখন হয়তো আমরা লিডিং রোল প্লে করছি, আগে সাকিব ভাইরা করতেন। এখন আমাদের দায়িত্ব আরও বেশি। আমার মনে হয়, এই দায়িত্ব আমাদের নেওয়া উচিত, পারফর্ম করা উচিত। অনেক সময় হবে, অনেক সময় হবে না, তবে প্রক্রিয়াটা যেন ঠিক থাকে।’

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন মিরাজ। একই দিনে ৫ উইকেটও পেয়েছেন। সাকিব ও সোহাগ গাজীর পর বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে এক টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন মিরাজ।

অলরাউন্ড নৈপুণ্যে সিরিজসেরা হয়েছেন মিরাজ

৫৩ টেস্টে ২০৬৮ রান করা মিরাজ ফিফটি পেয়েছেন ৯টি। ওখান থেকে সেঞ্চুরির সংখ্যা কি আরেকটু বাড়তে পারত? আনন্দের দিনে মিরাজ মনে করলেন ওই আফসোসও, ‘অনেক সুযোগ ছিল শুরুতে। সেগুলো নষ্ট হয়ে গেছে। না হলে চার-পাঁচটা থাকতে পারত হয়তো।’