Thank you for trying Sticky AMP!!

পাকিস্তানের তরুণ ফাস্ট বোলার জামান খান

আইপিএলে উমরানের গতির রেকর্ড পিএসএলে ভাঙতে চান পাকিস্তানের ফাস্ট বোলার

একজন খাঁটি ফাস্ট বোলারের জন্য ভারতকে বহু বছর হাপিত্যেশ করতে দেখা গেছে। ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে অবলীলায় বল করার মতো একজনের বড় অভাব ছিল দলটিতে। উমরান মালিক ভারতের সেই অভাব ঘুচিয়ে দিচ্ছেন।

কয়েক বছর আগেও যে বোলার টেপ টেনিসে হাত পাকিয়েছেন, দুই মৌসুম আগে যিনি ছিলেন নেট বোলার; এখন সেই উমরানই পেয়ে গেছেন ‘কাশ্মীরের বুলেট’ তকমা! শ্রীনগরের এক সাধারণ ফল বিক্রেতার ছেলে গতির অসাধারণ ঝলকানি দেখিয়ে এখন ভারতের গতিময় বোলিংয়ের অন্যতম বিজ্ঞাপন।

জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ঘণ্টায় ১৫৬ কিলোমিটার বেগে বল করেছেন উমরান। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজেও উমরানের গতি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকে। প্রশংসা ঝরেছে সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী হতে শুরু করে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্রেট লির কণ্ঠেও। উমরানের এমন গতি দেখে বিশ্বের বাকি ফাস্ট বোলারদের হিংসাই হওয়ার কথা!

পাকিস্তানের তরুণ ফাস্ট বোলার জামান খানেরও হিংসা হচ্ছে উমরানের গতি নিয়ে। না হলে কি উমরানকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি! একটি ইউটিউব চ্যানেলে উমরানকে চ্যালেঞ্জ জানিয়ে জামান বলেছেন, পিএসএলে ভারতীয় ফাস্ট বোলারের গতির রেকর্ড ভেঙে দেবেন!

২১ বছর বয়সী জামানের এখনো পাকিস্তানের হয়ে অভিষেক হয়নি। খেলেছেন সাতটি লিস্ট ‘এ’ ও ৩০টি টি–২০ ম্যাচ। আগামী সোমবার থেকে শুরু হতে চলা পিএসএলে খেলবেন বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের হয়ে।

Also Read: ‘উমরানের মতো বোলার পাকিস্তানের টেপ-টেনিস ক্রিকেটেই ১২-১৫ জন আছে’

আর ২৩ বছর বয়সী উমরান ভারতের হয়ে ৮টি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলে ফেলেছেন। নিয়েছেন ২৪ উইকেট। গত বছর আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৫৭ কিলোমিটার গতিতে বল করে হয়েছেন দ্রুততম ভারতীয় বোলার। তাঁকে নিয়েই জামান একটি ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘উমরান মালিকের দ্রুততম গতির বল এবারের পাকিস্তান সুপার লিগে ভেঙে দেব ইনশা আল্লাহ।’

গতি একটি সহজাত ব্যাপার জানিয়ে জামান আরও বলেছেন, ‘আমি গতির পরোয়া করি না, পারফরম্যান্স নিয়ে ভাবি। দিন শেষে পারফরম্যান্সই বিবেচনায় আনা হয়। যাঁর গতি, তাঁর কাছে সহজাত ব্যাপার।’

কদিন আগে আরেক পাকিস্তানি পেসার সোহেল খানও উমরানকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৫ উইকেট নেওয়া সোহেল বলেছেন, ‘উমরানের মতো পেসার পাকিস্তানের অলিগলিতে পাওয়া যায়। ঘণ্টায় ১৫০ থেকে ১৫৫ কিলোমিটারের বেশি গতির বল করতে পারার প্রসঙ্গ উঠলে আমি এখনই পাকিস্তানের টেপ টেনিস ১২ থেকে ১৫ জন বোলার দেখাতে পারব।’