
ভারতের ছেলে ও মেয়েদের ক্রিকেট দলকে নিমন্ত্রণ করেছিলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। গতকাল রাজপরিবারের বাসভবন ক্ল্যারেন্স হাউসের বাগানে চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছে দুই দল। পরে খেলোয়াড়েরা জানিয়েছেন, দলে কার কী দায়িত্ব, সে বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে হারমানপ্রীত কাউরের দল। সামনে এখন ওয়ানডে সিরিজ। শুবমান গিলের দল খেলছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। আপাতত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে বেন স্টোকসের ইংল্যান্ড।
দক্ষিণ এশিয়ায় অবিচার, বৈষম্য ও দরিদ্রতা নিরসনে তৃতীয় চার্লসের দাতব্য প্রতিষ্ঠান ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট এ সাক্ষাতের আয়োজন করেছিল। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে গিল এ নিয়ে বলেছেন, ‘দারুণ অভিজ্ঞতা। আমার মনে হয়, তিনি খুব দয়ালু ও বিনয়ী...আমাদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে।’
গিল আরও জানিয়েছেন, লর্ডস টেস্টে শেষ দিনে মোহাম্মদ সিরাজের আউট নিয়েও কথা বলেছেন তৃতীয় চার্লস। ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশিরের বল ভারতের এগারোতম ব্যাটসম্যান সিরাজ ব্যাটে খেললেও বল পিচে পড়ে গড়িয়ে গিয়ে স্টাম্প ভেঙেছে। এতে ২২ রানের হারে সিরিজে পিছিয়ে পড়ে গিলের দল।
সিরাজ আউট হওয়ার আগে শেষ তিন উইকেটে ৫০ ওভারের বেশি ব্যাট করে লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে ছিল ভারত। কিন্তু ওই আউটেই ভেঙে যায় সব প্রতিরোধ ও জয়ের স্বপ্ন। গিল এ নিয়ে বলেছেন, ‘তিনি (তৃতীয় চার্লস) বলেছেন, আমাদের শেষ ব্যাটসম্যান যেভাবে আউট হয়েছে, সেটা খুব দুর্ভাগ্যজনক। তিনি এটাও জানতে চেয়েছেন, (সিরাজের) আউটের পর আমাদের কেমন লেগেছে? আমরা বলেছি, ম্যাচটা আমাদের জন্য ছিল দুর্ভাগ্যজনক...আশা করি পরের দুই ম্যাচে ভাগ্যকে পাশে পাব।’
হারমনপ্রীত চার্লসের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা নিয়ে বলেছেন, ‘খুব ভালো অভিজ্ঞতা হলো। আমরা এর আগেও ইংল্যান্ডে এসেছি, কিন্তু রাজার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা এই প্রথম। তিনি খুবই বন্ধুত্বপূর্ণ ছিলেন এবং আসতে কোনো অসুবিধা হয়েছি কি না, জানতে চেয়েছেন।’
২৩ জুলাই ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে গিলের ভারত। সাউদাম্পটনে আজ ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের মেয়েদের মুখোমুখি হবে হারমনপ্রীতির দল।