Thank you for trying Sticky AMP!!

আরেকবার ব্যর্থ সৌম্য সরকার

‘স্থানীয় ব্যাটসম্যানদের দুর্বলতা চায়ের দোকানের দর্শকও জানেন’

সৌম্য সরকারের পাশে কাউকে থাকতে হবে, আর ‘মেধাবী’ নাসির হোসেন জাতীয় দলে ফিরতে পারেন—এমন মন্তব্য করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে স্থানীয় ব্যাটসম্যানদের মান কমেছে বলে মত অভিজ্ঞ এই কোচের। আজ তিনি বলেছেন, কোনো কোনো ব্যাটসম্যানের দুর্বলতা সাধারণ দর্শকও জানেন। এরপরও সে দুর্বলতা থেকে যাওয়ার অর্থ—সেই ব্যাটসম্যান এসব নিয়ে কাজ করছেন না।  

এবারের বিপিএলের শুরু থেকেই উইকেটের প্রশংসা হচ্ছে। সাধারণত শুধু চট্টগ্রামে রানের দেখা মিললেও মিরপুরেও ছিল ব্যাটিং সহায়ক উইকেট। এমন উইকেটে স্থানীয় ব্যাটসম্যানদের থেকে আরও ভালো কিছু প্রত্যাশা করেন সালাউদ্দিন, ‘আমাদের খেলোয়াড়দের কাছে আমি আরেকটু ভালো কিছু আশা করি। বিশেষ করে আমাদের স্থানীয় খেলোয়াড়দের কাছ থেকে। বিশেষ করে ব্যাটিংটা আশা করতেই পারি, কারণ এ বছর উইকেটটা অনেক ভালো। উইকেট অনেক ব্যাটিং–বান্ধব। এই জায়গায় আরও ভালো পারফর্ম করা উচিত আমাদের খেলোয়াড়দের।’

এটা শুধু আমি একা না, আমার বাইরে যারা খেলা দেখে, যারা ওই চায়ের দোকানে খেলা দেখে, তারাও জানে যে এই ব্যাটার এলে কাকে দিয়ে বল করাবে, ওই ব্যাটারের বিপক্ষে কাকে বল করাবে। তার মানে আপনার কিছু অভাব আছে।
মোহাম্মদ সালাউদ্দিন, কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ

সব মিলিয়ে স্থানীয় ব্যাটসম্যানদের মান কমেছে বলে মনে করেন সালাউদ্দিন। সেটি কেন করেন, এমন ব্যাখ্যায় বলেছেন, ‘দেখুন, আমার কাছে মনে হয় শট খেলার সীমাবদ্ধতা এখনো আমাদের আছে, এটার পরিধিটা আরও বাড়াতে হবে। যদি টি-টোয়েন্টিতে আরও ভালো খেলতে চাই, তাহলে আমাদের শটের পরিধি অনেক বাড়াতে হবে। বিশেষ করে যারা টপ অর্ডারে আছে। এখন (যেমন) নাসির জানে তাকে অফ স্পিন দিলে সে আউট হয়ে যাবে। এটা শুধু আমি একা না, আমার বাইরে যারা খেলা দেখে, যারা ওই চায়ের দোকানে খেলা দেখে, তারাও জানে যে এই ব্যাটার এলে কাকে দিয়ে বল করাবে, ওই ব্যাটারের বিপক্ষে কাকে বল করাবে। তার মানে আপনার কিছু অভাব আছে।’

রানের দেখা পাচ্ছেন নাসির হোসেন

এখানে নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করার ক্ষেত্রে ব্যাটসম্যানদের ঘাটতি আছে বলেও মনে করেন সালাউদ্দিন। তিনি আজ আলাদা করে কথা বলেছেন সৌম্য ও নাসিরকে নিয়েও। সৌম্য জাতীয় দলে নেই এক বছরের বেশি সময়, নাসির তো সর্বশেষ খেলেছেন ২০১৮ সালে। এবারের বিপিএলে দুজনই খেলছেন ঢাকা ডমিনেটরসে। তবে সময়টা দুই রকমই যাচ্ছে তাঁদের। নাসির রানের মধ্যে আছেন, আর সৌম্য ব্যর্থ হচ্ছেন একের পর এক ম্যাচ। আজও সালাউদ্দিনের দল কুমিল্লার বিপক্ষে সৌম্য আউট হয়ে গেছেন কোনো রান না করেই। নাসির ৪৫ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেললেও দলের পরাজয় আটকাতে পারেননি

ইমরুল কায়েস (বাঁয়ে) ও লিটন দাসের সঙ্গে মোহাম্মদ সালাউদ্দিন (মাঝে)

সৌম্যকে নিয়ে সালাউদ্দিন বলেন, ‘এই ধরনের ছেলেদের সঙ্গে কেউ থাকে না। তাকে একটা ভালো গাইডের মধ্যে থাকতে হবে। সে হয়তো সময় একটু বেশি নেয়, তার কিছু টেকনিকে সমস্যা আছে। এগুলো যদি সে ভালোভাবে ঠিক করতে পারে, আমার মনে হয় তার পক্ষে ফিরে আসা সম্ভব।’

Also Read: বিশ্বরেকর্ড গড়লেন সাকিব, সঙ্গী ইফতিখার

সালাউদ্দিন আশাবাদী নাসিরকে নিয়েও, ‘নাসিরের ইনিংসটার কথা বলব, খুব ভালো লেগেছে। সে অনেক দিন পর হয়তো বিপিএল খেলছে, দিন দিন মনে হচ্ছে সে একটু একটু করে ফিট হচ্ছে। যদি আরেকটু ফিট হয়, তাহলে আমার মনে হয় ও প্রত্যাবর্তন করার মতো অবস্থানে চলে যাবে। কারণ, নাসিরকে আমি বাংলাদেশের কয়েকটা মেধাবী ছেলের একজন হিসেবে দেখি। মাথা সব সময় কাজ করে। তার ফিরে আসা সম্ভব। বাকিটা তার ওপরে।’