Thank you for trying Sticky AMP!!

উইকেটের পেছনে বাভুমার ক্যাচ নেন শাই হোপ

রানে পারেননি, বাভুমাকে ‘ক্যাচে হারিয়েছেন’ হোপ

ব্যাট হাতে লড়াইটা করেছেন দুই দলের অধিনায়ক। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই অপরাজিত সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজকে ৩৩৫ রান এনে দেন শাই হোপ। টেম্বা বাভুমা হোপের সেঞ্চুরির জবাব দিয়েছেন ক্যারিয়ার–সেরা ১৪৪ রানের ইনিংস খেলে। যদিও তাঁর দল তাঁকে যোগ্য সঙ্গ দিতে পারেনি।

তাতে দিন শেষে জয়টা হয়েছে হোপের ওয়েস্ট ইন্ডিজেরই। ৩৩৫ রানের জবাবে বাভুমারা থেমেছে ২৮৭ রানে। ৪৮ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

Also Read: টি-টোয়েন্টি ছেড়ে টেস্ট অধিনায়ক হয়ে যে কীর্তি গড়লেন বাভুমা

৩৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারেই ৭৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ২৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ডি কক করেন ৪৮ রান। ১৬ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই প্রোটিয়ারা পৌঁছে যায় ১২৩ রানে। তবে মিডল অর্ডার ব্যাটসম্যানরা কেউই সুবিধা করতে পারেননি। তাই ক্যারিয়ার–সেরা ইনিংস খেলেও বাভুমাকে থাকতে হয়েছে পরাজিত দলে।

ম্যাচ হারলেও ক্যারিয়ার সেরা ১৪৪ রানের ইনিংস খেলেছেন বাভুমা

ইস্ট লন্ডনের বাফেলো পার্কে ২৫৬ রানের বেশি তাড়া করে জিততে পারেনি কোনো দল। ম্যাচ শেষে বাভুমা হয়তো এই কথা মাথায় রেখেই  প্রতিপক্ষকে ৩০০ রানের মধ্যে আটকাতে চাওয়ার কথা বলেছিলেন।

বাভুমা অবশ্য এমন হারকে অভিজ্ঞতা অর্জনের সিঁড়ি হিসেবে দেখছেন, ‘শুরুতেই উইকেট নিয়েছিলাম, ৩০০ রানের আশপাশে আটকাতে পারলে ভালো হতো। তবে এটা মূল্যবান এক অভিজ্ঞতা। পুরো বিষয়টাই নতুন কিছু শেখার। আমরা বিশ্বাস হারাচ্ছি না।’

Also Read: বাভুমার রানই করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ

৪ নম্বরে নেমে ১১৫ বলে ৭ ছক্কা ও ৫ চারে ১২৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন হোপ। উইকেটের পেছনে নিয়েছেন তিনটি ক্যাচও। এমন পারফরম্যান্সে ম্যাচসেরা তিনিই।

১২৮ রান করে ম্যাচসেরা হয়েছেন শাই হোপ

হোপের মুখে শোনা গেছে বাভুমার ইনিংসের প্রশংসা আর তাঁর দলের জয়ের কারণ, ‘টেম্বা দুর্দান্ত একটা ইনিংস খেলেছে। তবে ক্যাচই ম্যাচ জেতায়। আমার মনে হয় এই উইকেটে শুরু করাটা কঠিন, সেট হয়ে গেলে আপনাকে বড় ইনিংস খেলতে হবে। পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। সিরিজে দারুণ শুরু করলাম।

আগামী মঙ্গলবার পচেফস্ট্রুমে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

Also Read: ২৬২১ দিন পর বাভুমার সেঞ্চুরি