ফটো ফিচার

যে রাতে এমবাপ্পে একাই মেসি-রোনালদোও

চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতটা ছিল কিলিয়ান এমবাপ্পেময়। হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদকে জেতানোর পথে একই সঙ্গে ক্রিস্টিয়ানা রোনালদো ও লিওনেল মেসির মতো উদ্‌যাপন করেছেন এই ফরাসি তারকা। অন্য দিকে বাংলাদেশ-নিউজিল্যান্ডে ম্যাচে সেঞ্চুরির পথে নানা ভালো-মন্দ মুহূর্ত পার করেছেন তৌহিদ হৃদয়। একই দিন তানজিদ হাসানের জুতার ফিতা বেঁধে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা রবীন্দ্র জাদেজা। মাঠে ও মাঠের বাইরে খেলার তারকাদের ছবি।
বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা না হলেও দলের সঙ্গে দুবাইয়ে গেছেন পেসার হাসান মাহমুদ। বাংলাদেশ-ভারত ম্যাচ চলাকালে দুবাইয়ের গ্যালারি থেকে ছবিটা দিয়েছেন হাসান
টোকিওতে ভক্তদের আবদার মেটাচ্ছেন লিভারপুলের সাবেক জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ। এই ছবির ক্যাপশনে প্রথম জাপান সফরে অসাধারণ অভিজ্ঞতার কথা জানিয়েছেন ক্লপ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে একুশে পদক বুঝে নিচ্ছেন দুবারের সাফজয়ী ফুটবলার সাবিনা খাতুন ও মারিয়া মান্দা
রান আউট থেকে বাঁচতে মরিয়া চেষ্টা তাওহিদ হৃদয়ের। আজ সেঞ্চুরি করার পথে নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন এই ব্যাটসম্যান
বিপর্যয়ের মুখে আজ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ভরসার প্রতীক হয়ে ছিলেন তাওহিদ হৃদয়। ক্র্যাম্পের কারণে বারবার কষ্ট পেলেও হাল ছাড়েননি এ ব্যাটসম্যান। মাঠ ছেড়েছেন সেঞ্চুরি করে
ব্যাট করতে গিয়ে জুতার ফিতা খুলে গিয়েছিল বাংলাদেশ ওপেনার তানজিদ হাসানের। সেই ফিতা বেঁধে দিয়ে সহায়তা করছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা
ম্যানচেস্টার সিটির বিপক্ষে হ্যাটট্রিক করার পথে গোলের পর ক্রিস্টিয়ানো রোনালদোর মতো উদ্‌যাপন করেছেন কিলিয়ান এমবাপ্পে
শুধু রোনালদো নয়, এদিন উদ্‌যাপনে এমবাপ্পে ফিরিয়েছেন লিওনেল মেসিকেও। ফরাসি এ তারকা মেসি-উদ্‌যাপন সারেন হ্যাটট্রিক করার পর