হুইলচেয়ারেও হাসিমুখে দ্রাবিড়

স্ত্রীকে শুভেচ্ছা অ্যারন ফিঞ্চের। শুটিংয়ে ব্যস্ত অনিল কুম্বলে ও মোহাম্মদ কাইফ। লামিনে ইয়ামালের আনন্দ–সময়। দলকে অনুপ্রেরণা দিতে মাঠে নেইমার আর হুইচেয়ারে বসেও হাসিমুখে রাহুল দ্রাবিড়। মাঠ ও মাঠের বাইরে খেলার তারকাদের নির্বাচিত ছবি।
সপ্তম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়ে বেশ কিছু ছবি পোস্ট করেছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ সপ্তম বিবাহবার্ষিকী সুপার মম ও আমার সুন্দরী বউ। আমি তোমার প্রতি কৃতজ্ঞ।’
শুটিংয়ে ব্যস্ত ভারতের সাবেক দুই ক্রিকেটার অনিল কুম্বলে ও মোহাম্মদ কাইফ। কুম্বলের সঙ্গে শুটিং করাটা আনন্দের বলেও মন্তব্য করেছেন কাইফ
কোনো ক্যাপশন ছাড়াই এই ছবিটি পোস্ট করেছেন বাংলাদেশ নারী দলের ফুটবলার সানজিদা আক্তার
সময়টা যে ভালো যাচ্ছে লামিনে ইয়ামালের, ছবিতেই সেটা স্পষ্ট। এমন বেশ কিছু ছবি পোস্ট করেছেন বার্সেলোনা উইঙ্গার
চোটের কারণে দলে না থাকলেও মাঠে উপস্থিত থেকে দলকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন নেইমার। বাহিয়ার বিপক্ষে সান্তোসের ২–২ গোলের ড্র ম্যাচেও মাঠে ছিলেন ব্রাজিলিয়ান তারকা
পিএসএল খেলতে পাকিস্তানে উড়াল দিচ্ছেন রিশাদ হোসাইন
হুইলচেয়ারে বসেও রাজস্থান রয়্যালসের অনুশীলনে হাসিমুখে দেখা গেল কোচ রাহুল দ্রাবিড়কে। তাঁর সঙ্গে হাসাহাসিতে যোগ দেন গুজরাট টাইটানস কোচ আশিষ নেহরাও