Thank you for trying Sticky AMP!!

ইতিহাসে সবচেয়ে দামি - ভাবেন না নেইমার

ব্রাজিলের অনুশীলনে নিজেকে তৈরি করছেন নেইমার। ছবি: এএফপি
>জার্মান ক্রীড়া সংবাদমাধ্যম ‘স্পোক্স’কে দেওয়া সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন, তিনি নিজেকে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে মনে করেন না। গত বিশ্বকাপে জার্মানির কাছে সেই হারের প্রতিশোধ এবার নিতে চান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড

রাশিয়া বিশ্বকাপে সবচেয়ে দামি ফুটবলার কে? এ প্রশ্নের জবাব সবাই জানলেও উত্তরটা বোধ হয় সঠিক নয়। কারণ, ২২২ মিলিয়ন ইউরো মূল্যের খেলোয়াড়টি নিজেই বলছেন, নিজেকে তিনি সবচেয়ে দামি খেলোয়াড় বলে মনে করেন না।

বুঝতেই পারছেন, সেই খেলোয়াড় নেইমার। গত বছরের আগস্টে বার্সেলোনা ছেড়ে নেইমার ২২২ মিলিয়ন ইউরোয় পিএসজিতে যোগ দেওয়ার সময় বিস্ময়ে সবার চোখ কপালে উঠেছিল। কোনো ফুটবলারের এত দাম হতে পারে! কিন্তু সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে সেই ইতিহাসই গড়েছেন নেইমার। বিশ্বকাপ শুরুর আগে এ নিয়ে তাঁর মনের খচখচানিটা জানিয়েছেন জার্মান ক্রীড়া সংবাদমাধ্যম ‘স্পোক্স’কে দেওয়া সাক্ষাৎকারে।

ইতিহাস সৃষ্টিকারী সেই দলবদল নিয়ে নেইমার বিনয়ের সুরেই বলেছেন, ‘দলবদলের ফি নিয়ে আমি গর্ব বোধ করি না। এমনকি বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হওয়া নিয়েও না। ওটা শুধুই টাকার অঙ্ক ছাড়া আর কিছুই নয়। এখানে আমার কোনো হাত নেই। ব্যক্তিগতভাবে আমি নিজের জন্য আরও কম দাম দিতাম।’

ঘরের মাঠে সর্বশেষ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হারের সেই ম্যাচটা ব্রাজিলিয়ান ফুটবলের সমর্থকেরা আজও ভুলতে পারেননি। চোটের কারণে নেইমার সেই ম্যাচটা খেলতে না পারলেও ওই হার তাঁকেও পোড়ায় ভীষণভাবে। আর তাই এবার বিশ্বকাপে সেই হারের স্মৃতি মুছে প্রতিশোধ নিতে চান নেইমার, ‘গত বিশ্বকাপের সেই স্মৃতি এবার মুছে ফেলার সুযোগ পেয়েছি। হয়তো আবারও জার্মানির মুখোমুখি হব—আশা করছি, সত্যিকারের প্রতিশোধ নিতে পারব।’