বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আজ মাঠে নেমেছিল ভেনেজুয়েলা আর আর্জেন্টিনা। ভেনেজুয়েলার কারাকাস অলিম্পিক স্টেডিয়ামে আর্জেন্টিনার জয়টা এসেছে বেশ সহজেই। লাওতারো মার্তিনেজ, হোয়াকিন কোরেয়া ও আনহেল কোরেয়ার গোলে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারিয়েছে আলবিসেলেস্তিরা। ওদিকে ভেনেজুয়েলার হয়ে একদম শেষ মুহূর্তে গোল পেয়েছেন ইয়েফেরসন সেতেলদো।