এভাবেই তিনবার উল্লাসে মেতেছে আর্জেন্টিনা
এভাবেই তিনবার উল্লাসে মেতেছে আর্জেন্টিনা

ভেনেজুয়েলা ১-৩ আর্জেন্টিনা

ছবিতে ছবিতে আর্জেন্টিনার জয়ের গল্প

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আজ মাঠে নেমেছিল ভেনেজুয়েলা আর আর্জেন্টিনা। ভেনেজুয়েলার কারাকাস অলিম্পিক স্টেডিয়ামে আর্জেন্টিনার জয়টা এসেছে বেশ সহজেই। লাওতারো মার্তিনেজ, হোয়াকিন কোরেয়া ও আনহেল কোরেয়ার গোলে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারিয়েছে আলবিসেলেস্তিরা। ওদিকে ভেনেজুয়েলার হয়ে একদম শেষ মুহূর্তে গোল পেয়েছেন ইয়েফেরসন সেতেলদো।
লক্ষ্য শুধুই জয়। সে লক্ষ্যেই ম্যাচের আগে কারাকাসের অলিম্পিক স্টেডিয়ামে ঢুকছেন মেসি। পাশে রদ্রিগো দি পল।
ম্যাচ শুরুর আগে শেষ মূহুর্তের গা গরম করে নিচ্ছেন মেসিরা
ম্যাচের আগের আনুষ্ঠানিক ফটোসেশনে আর্জেন্টিনা দল
প্রথম থেকেই মেসিকে মেরে-ধরে খেলছিল ভেনেজুয়েলা
শত প্রতিকূলতার মধ্য দিয়েও মেসি চেষ্টা করছিলেন নিজের মতো খেলার
শেষমেশ মেসিকে মেরেই ক্ষান্ত হলো ভেনেজুয়েলা। জঘন্য এক চোটে পড়ে মাঠে কাতরাচ্ছিলেন এই তারকা
সতীর্থকে এমন বাজেভাবে ফাউল করা হবে, আর বাকিরা ক্ষিপ্ত হবেন না? আর্জেন্টিনার খেলোয়াড়েরা তাই রেফারির কাছে গেছিলেন, ন্যায্য বিচারের আশায়
ন্যায্য বিচারটা পেয়েছে আর্জেন্টিনা। ভেনেজুয়েলার আদ্রিয়ান মার্তিনেজকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। একজন কম নিয়ে কীভাবে আর্জেন্টিনাকে থামানো যায়, সে চিন্তায় মত্ত ভেনেজুয়েলার কোচ
অবশেষে খুলুল গোলমুখ। লাওতারো করলেন প্রথম গোল
গোলদাতা লাওতারোকে ঘিরে সতীর্থদের উল্লাস
দ্বিতীয়ার্ধে গোলের খাতায় নাম লেখান হোয়ান কোরেয়াও (মাঝে)
এরপর আনহেল কোরেয়ার গোলে আরও এগিয়ে যায় আর্জেন্টিনা। সেই গোলেরই উদযাপনের সময়...
ম্যাচের শেষদিকে ভিএআরের সাহায্য নিয়ে ভেনেজুয়েলাকে একটা পেনাল্টি উপহার দেন রেফারি। স্কোরলাইন হয় ৩-১
ম্যাচশেষে দুই অধিনায়কের করমর্দন