ম্যাচ শুরুর আগে। চোখেমুখে দৃঢ়প্রতিজ্ঞা, পারলে আজই আলি দাইয়ির রেকর্ড ভেঙে ফেলেন রোনালদো!পেনাল্টি থেকে গোল করার সেই মূহুর্ত।প্রথম থেকে বেশ কিছু সুযোগ পেয়েছেন দিওগো জোতা। কিন্তু লিভারপুল উইঙ্গারের দুর্ভাগ্য, সহজ কিছু সুযোগ নষ্ট করেছেন তিনি।পুসকাস অ্যারেনায় বহুদিন পর নিজ দেশের খেলা দেখতে আসার আনন্দ দেখা যাচ্ছিল এক হাঙ্গেরীয় রমণীর চোখেমুখে।জাতীয় সঙ্গীত গাওয়ার সময়, পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার প্রতিজ্ঞা সবার চোখেমুখে।প্রথমার্ধে হলুদ কার্ড দেখে রোনালদোদের একটু হলেও চিন্তায় ফেলে দিয়েছিলেন রুবেন দিয়াস।করোনাকালে এ দৃশ্য দেখা যাবে, কে ভেবেছিল কবে!প্রথমবারের মতো ইউরোর কোনো ম্যাচ আয়োজন করছে দেশ, হাঙ্গেরীয় সমর্থকদের উল্লাস তো বাঁধনহারা হবেই!দলের দ্বিতীয় গোল করার পর রোনালদোর উল্লাস। তাতে নিজের মোট আন্তর্জাতিক গোলসংখ্যাও দাঁড়িয়েছে ১০৪-এ।নিজের দ্বিতীয় গোলের পর। এবার মোট গোল হল ১০৫টি।হারলেও নিজেদের প্রথম ৮০ মিনিটের পারফরম্যান্সে ফর্বিত হতেই পারে হাঙ্গেরি!'বেশ জ্বালিয়েছো আজকে বন্ধু!', ম্যাচ শেষে হাঙ্গেরির গোলকিপার গুলাচিকে কী এটাই বলছিলেন রোনালদো?৭৭ মিনিটের দিকে হাঙ্গেরীয় ডিফেন্ডার আত্তিলা ফিওলার হ্যান্ডবলের দাবি তোলেন রোনালদোরা। রেফারি মেনে গেলে তখনই একটা পেনাল্টি পেয়ে যেত পর্তুগাল।গোলের পর সেই ট্রেডমার্ক উদযাপন!নিখুঁত ফিনিশিং, সেই পুরোনো রোনালদো!