Thank you for trying Sticky AMP!!

ঘরোয়া ফুটবল ছাড়াও জাতীয় দলের হয়ে মাঠ মাতিয়েছেন গাউস

জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম গাউস কারাগারে

জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় গোলাম গাউস গ্রেপ্তার হয়ে কারাগারে আটক আছেন। গত মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাঁদমারী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার গোলাম গাউস সদর উপজেলার শহরের মাসদাইর গাবতলী এলাকার মৃত আবদুল খায়েরের ছেলে।

পুলিশ জানিয়েছে, ডিপিডিসির একটি মামলায় তাঁর তিন বছরের সাজা হয় এবং অপর একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি পলাতক ছিলেন।

এ বিষয়ে ফতুলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, ডিপিডিসির একটি মামলায় গোলাম গাউসের তিন বছরের সাজা হয় এবং অপর একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

গ্রেপ্তারের পর গোলাম গাউসকে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার শাহ্ রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, গোলাম গাউস কারাগারে হাজতি আসামি হিসেবে আছেন।

ঘরোয়া ফুটবলে আবাহনী, মুক্তিযোদ্ধা সংসদ ও ব্রাদার্সের হয়ে খেলেছেন গাউস

নারায়ণগঞ্জের বিআইডব্লিউটিসির হয়ে গোলাম গাউস পাইওনিয়ার ফুটবল লিগে খেলেন ১৯৮৩ সালে। পরের বছর ১৯৮৪ সালে স্থানীয় শেরেবাংলা ক্লাবের হয়ে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে খেলা শুরু করেন।

অনূর্ধ্ব-১৬ বয়সীদের নিয়ে এই টুর্নামেন্ট হতো। তাতে ট্রায়াল দিয়ে সুযোগ পেয়ে যান নারায়ণগঞ্জ জেলা দলে।

চট্টগ্রামে প্রথম ম্যাচে কিশোরগঞ্জ অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে একাই ৬ গোল করে সবাইকে চমকে দেন। তখন থেকেই তিনি চৌকস ফুটবলার হিসেবে পরিচিত হয়ে ওঠেন।

জাতীয় দলের তারকা মোনেম মুন্না ও সাব্বিরের সঙ্গে গাউস

এরপর সুযোগ পান ঢাকা লিগে। গাউস বাংলাদেশ জাতীয় ফুটবল দলেও খেলেছেন বেশ কয়েক বছর। খেলেছেন জনপ্রিয় ক্লাব আবাহনী লিমিটেড, মুক্তিযোদ্ধা সংসদ ও ব্রাদার্স ইউনিয়ন দলে।