Thank you for trying Sticky AMP!!

প্রথমবার রোনালদোকে ভোট দিলেন মেসি, আর রোনালদো?

ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কার অনুষ্ঠানে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। গত বছরের ছবি। এএফপি
>লিওনেল মেসি এই প্রথম বর্ষসেরার তিনজনের একজন হিসেবে বেছে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। রোনালদো তাঁর তিন ভোটের একটিতেও মেসিকে জায়গা দেননি

এইবার অন্তত লিওনেল মেসি মানলেন, না, ক্রিস্টিয়ানো রোনালদো সেরাদের একজন! আর রোনালদো? তাঁর কাছে এখনো মনে হয়নি বছরের সেরা তিনে থাকার যোগ্য লিওনেল মেসি! ফিফা বর্ষসেরার ভোট তালিকা প্রকাশের পর দেখা গেছে, প্রথমবারের মতো মেসি রোনালদোকে ভোট দিলেও রোনালদো আগের ধারাই অনুসরণ করেছেন। অবশ্য ভোট দেওয়ার উদারতা দেখালেও রোনালদোকে তৃতীয় সেরা হিসেবে বেছে নিয়েছেন মেসি। প্রথম ভোটটি দিয়েছেন লুকা মডরিচকে। দ্বিতীয় ভোটটি কিলিয়ান এমবাপ্পেকে।

প্রতিবার ফল ঘোষণার পরপর কে কাকে ভোট দিয়েছেন, এর তালিকা প্রকাশ করে দেয় ফিফা। ফিফার সদস্য প্রতিটি দেশের জাতীয় দলের কোচ, অধিনায়ক ও একজন নির্বাচিত সাংবাদিক এই ভোট দিতে পারেন। রোনালদো পর্তুগালের অধিনায়ক হিসেবে ফিফায় ভোট দিচ্ছেন বেশ কয়েক বছর ধরে। একটু দেরিতে অধিনায়কের বাহুবন্ধনী পেলেও মেসিও ভোট দিয়েছেন বেশ কয়েকবার। আগের ১০ বছর ফিফা বর্ষসেরার পুরস্কার দুজনের মধ্যে সমান ৫ বার করে ভাগাভাগি হয়েছে। কিন্তু মেসি-রোনালদো যতবার ভোট দিয়েছেন, এর কোনোবারই পরস্পরকে সেরা তিনের মধ্যেও নেননি।

আসুন দেখে নিই এই সময়ের তারকা অধিনায়ক ও কোচরা কে কাকে ভোট দিলেন:

ভোটদাতা

প্রথম পছন্দ

দ্বিতীয় পছন্দ

তৃতীয় পছন্দ

লিওনেল মেসি

লুকা মডরিচ

কিলিয়ান এমবাপ্পে

ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো

রাফায়েল ভারান

লুকা মডরিচ

আঁতোয়ান গ্রিজমান

লুকা মডরিচ

রাফায়েল ভারান

আঁতোয়ান গ্রিজমান

আঁতোয়ান গ্রিজমান

মিরান্ডা

আঁতোয়ান গ্রিজমান

কিলিয়ান এমবাপ্পে

লিওনেল মেসি

সার্জিও রামোস

লুকা মডরিচ

ক্রিস্টিয়ানো রোনালদো

লিওনেল মেসি

ম্যানুয়েল নয়্যার

এডেন হ্যাজার্ড

লুকা মডরিচ

রাফায়েল ভারান

তিতে

লুকা মডরিচ

মোহাম্মদ সালাহ

ক্রিস্টিয়ানো রোনালদো

এডেন হ্যাজার্ড

লুকা মডরিচ

রাফায়েল ভারান

কিলিয়ান এমবাপ্পে

দিদিয়ের দেশম

আঁতোয়ান গ্রিজমান

রাফায়েল ভারান

কিলিয়ান এমবাপ্পে

তিতে

লুকা মডরিচ

মোহাম্মদ সালাহ

ক্রিস্টিয়ানো রোনালদো

হ্যারি কেইন

ক্রিস্টিয়ানো রোনালদো

লিওনেল মেসি

কেভিন ডি ব্রুইনা

লুইস এনরিকে

লিওনেল মেসি

লুকা মডরিচ

মোহাম্মদ সালাহ

রবার্ট লেভানডফস্কি

লুকা মডরিচ

রাফায়েল ভারান

কিলিয়ান এমবাপ্পে

জোয়াকিম লো

লুকা মডরিচ

কিলিয়ান এমবাপ্পে

এডেন হ্যাজার্ড