Thank you for trying Sticky AMP!!

ফুটবলের এক নম্বর দল এখন কে জানেন?

গত বিশ্বকাপে দারুণ নজর কেড়েছিল প্রতিভায় ঠাসা দলটি। ফাইল ছবি

ফিফা র‌্যাঙ্কিংয়ে এখন দ্বৈত শাসন। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের র‌্যাঙ্কিং শ্রেষ্ঠত্বে ভাগ বসিয়েছে বেলজিয়াম। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সমান ১৭২৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে দুই ইউরোপিয়ান প্রতিবেশী। ভগ্নাংশের ব্যবধানে কিছুটা এগিয়ে আছে বেলজিয়াম। ওপরে তাই তারাই।

ফিফা র‌্যাঙ্কিংয়ের ২৫ বছরের ইতিহাসে এই প্রথম যৌথভাবে শীর্ষে দুটি দল। এ মাসের উয়েফা নেশনস লিগ ও প্রীতি ম্যাচের ফলের প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। ফ্রান্স দুটি ম্যাচের একটি জিতলেও ড্র করেছে অন্যটিতে। অন্যদিকে বেলজিয়ানরা জিতেছে দুটি ম্যাচই।


ফ্রান্স-বেলজিয়ামের পর গত মাসের মতোই তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ক্রোয়েশিয়া ও উরুগুয়ে আছে এরপরই। আর্জেন্টিনা আছে আগের মতোই ১১ নম্বরে। তিন ধাপ এগিয়ে জার্মানি উঠেছে ১২ নম্বরে।

সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ১৯৩ নম্বরে উঠেছে সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ বাংলাদেশ। সাফের দলগুলোর মধ্যে এক ধাপ করে এগিয়েছে নেপাল (১৬০) ও শ্রীলঙ্কা (১৯৯)। দুই ধাপ এগিয়েছে পাকিস্তান (১৯৯)। তবে চ্যাম্পিয়ন হয়েও এক ধাপ পিছিয়েছে মালদ্বীপ (১৫১), এক ধাপ পিছিয়েছে ভারতও (৯৭)।

বেলজিয়াম

১৭২৯

ফ্রান্স

১৭২৯

ব্রাজিল

১৬৬৩

ক্রোয়েশিয়া

১৬৩৪

উরুগুয়ে

১৬৩২

ইংল্যান্ড

১৬১২

পর্তুগাল

১৬০৬

সুইজারল্যান্ড

১৫৯৮

স্পেন

১৫৯৭

১০

ডেনমার্ক

১৫৮১