বার্সায় শুরু হয়ে গেল জাভি-যুগ। মাঝমাঠের যে কান্ডারির হাত ধরে এক যুগ আগে বার্সেলোনা যেকোনো খেলা নিয়ন্ত্রণ করত, অনিশ্চয়তায় ভরা নিজেদের ভবিষ্যৎকে সামাল দেওয়ার জন্য সে কান্ডারির দিকেই আবারও হাত বাড়িয়েছে দলটি। তবে এবার মাঠের ভেতরে থেকে নয়, জাভি খেলা নিয়ন্ত্রণ করবেন মাঠের বাইরে থেকে, কোচ হিসেবে। দেম্বেলে, ফাতি, ডি ইয়ংদের গুরু হিসেবে।
গুরুর শিক্ষা গতকাল থেকে পাওয়া শুরু করেছেন বার্সা তারকারা। কেমন গেল জাভির অধীনে বার্সা তারকাদের প্রথম দিন? দেখে নিন কয়েকটি ছবিতে!