Thank you for trying Sticky AMP!!

বিনা মূল্যে দেখা যাবে বঙ্গমাতার ফাইনাল

ফাইনালের আগে দুই অধিনায়ক। সৌজন্য ছবি

চলে এসেছে সে ক্ষণ। অনূর্ধ্ব-১৯ বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপের ফাইনাল আগামীকাল। মঙ্গোলিয়াকে সেমিফাইনালে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে চলে এসেছে বাংলাদেশ। শিরোপার লড়াইয়ে বাংলাদেশের পরীক্ষা নেওয়ার অপেক্ষায় টুর্নামেন্টে এখনো পর্যন্ত সেরা ফুটবল উপহার দেওয়া লাওস।

বঙ্গমাতা ফুটবল নিয়ে বাংলাদেশের ফুটবল সমর্থকদের মাঝে বেশ আলোড়ন উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের খেলা দেখার জন্য আগ্রহ টের পাওয়া যাচ্ছে বেশ ভালোভাবে। ফেসবুক লাইভে একসঙ্গে ১০ হাজারের বেশি দর্শককে এ খেলা উপভোগ করতে দেখা যাচ্ছে। এই দর্শককে মাঠে আনার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এ কারণেই আগামীকালের ফাইনাল দেখতে চাইলে বিনা মূল্যেই দেখতে পারবে স্কুলের শিক্ষার্থীরা।

আগামীকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে ফাইনাল। ফাইনালের ভিআইপি টিকিটের মূল্য ২০০ টাকা ধার্য করা হয়েছে। গ্যালারিতে বসে ম্যাচ দেখতে চাইলে ৫০ টাকা খরচ করতে হবে সাধারণ দর্শকদের। স্কুলের শিক্ষার্থীরা বিনা মূল্যে খেলা উপভোগ করতে চাইলে মতিঝিলে বাফুফে ভবনে উপস্থিত হয়ে টিকিট সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।