Thank you for trying Sticky AMP!!

ছবিতে ছবিতে ৩৬ বছরের ইতিহাস

বিশ্বকাপ বাছাইপর্বে এখনো পর্যন্ত ৫৫টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ১৯৮৫ থেকে এ পর্যন্ত এ ম্যাচগুলোতে রচিত হয়েছে নানা দৃশ্যপট। সেই দৃশ্যপটে পরাজয়ের দুঃসহ বেদনা যেমন আছে, ঠিক তেমনি আছে আনন্দ, সুখস্মৃতি। গত ৩৬ বছরে ‘বিশ্বকাপ’ নামের অলীক লক্ষ্যের পথে হেঁটে অসংখ্য নস্টালজিয়া জমা হয়েছে ফুটবলপ্রেমীদের হৃদয়ে। আজ আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি পর্বের ম্যাচের আগে সেই নস্টালজিয়াগুলোয় চোখ ফিরে তাকালে কেমন হয়! তথ্য সংরক্ষণের রাখার ব্যাপারে আমাদের দুর্বলতা চিরকালীন। অনেক পুরোনো স্মৃতিই হারিয়ে গেছে। প্রথম আলোর সংগ্রহ থেকে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের অতীত দিনগুলোর ছবি দেখুন এখানে...
১৯৮৫ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ বাছাইপর্বে খেলল বাংলাদেশ। আশীষ ভদ্রের নেতৃত্বে এটিই ছিল সেই দল।
১৯৮৫ বিশ্বকাপ বাছাইপর্বে ঢাকায় ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের গোলকিপার মোহাম্মদ মহসিন। ছবিতে ইমতিয়াজ সুলতান জনি আর বাতেনকে দেখা যাচ্ছে।
১৯৮৫ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের অধিনায়ক আশীষ ভদ্র। ঢাকায় ভারতের বিপক্ষে ম্যাচে ভারতীয় অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর শুভেচ্ছা বিনিয়ম।
১৯৮৫ বিশ্বকাপ বাছাইয়ে ঢাকায় থাইল্যান্ডকে ১–০ গোলে হারিয়েছিল বাংলাদেশ (সাদা)
১৯৮৫ বিশ্বকাপ বাছাইপর্বে ঢাকায় ভারতের বিপক্ষে ম্যাচের দৃশ্য।
১৯৮৯ সালে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ দল
১৯৮৯ বিশ্বকাপ বাছাইপর্বে গুয়াংজুতে চীনের বিপক্ষে ম্যাচে মোনেম মুন্না ও রেজাউল করিম রেহান।
১৯৯৩ বিশ্বকাপ বাছাইপর্বে জাপানের মাটিতে বাংলাদেশ দল
১৯৯৩ বিশ্বকাপ বাছাইপর্বে টোকিওতে থাইল্যান্ডের বিপক্ষে মামুন জোয়ার্দার।
১৯৯৩ বিশ্বকাপ বাছাইপর্বে জাপানে বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। ছবিতে দেখা যাচ্ছে রেজাউল করিম রেহান, রুম্মান বিন ওয়ালি সাব্বির ও কায়সার হামিদকে। সঙ্গে দলের সহকারী ম্যানেজার গোলাম রব্বানী হেলাল।
১৯৯৭ সালে বিশ্বকাপ বাছাইপর্বে মালয়েশিয়ায় সৌদি আরবের বিপক্ষে ম্যাচ। ছবিতে কমলা জার্সিতে দেখা যাচ্ছে বাংলাদেশের আরমান মিয়াকে।
১৯৯৭ বিশ্বকাপ বাছাইপর্বে চাইনিজ তাইপের বিপক্ষে আলফাজ আহমেদ।
১৯৯৭ বিশ্বকাপ বাছাইয়ে সৌদি আরবের বিপক্ষে বাংলাদেশের অধিনায়ক জুয়েল রানা
সৌদি আরবের জেদ্দায় ১৯৯৭ সালে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ দল।
২০০১ সালে জেদ্দায় সৌদি আরবের বিপক্ষে ম্যাচে গোলকিপার আমিনুল হক।
২০০১ সালে বিশ্বকাপ বাছাইয়ে সৌদি আরবের দাম্মামে ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে রজনী কান্ত বর্মণ।
২০০১ সালে বিশ্বকাপ বাছাইপর্বে দাম্মামে একটি ম্যাচের আগে বাংলাদেশের ফুটবলাররা।
২০০১ সালে বিশ্বকাপ বাছাইয়ের একটি ম্যাচে হাসান আল মামুন, আমিনুল হক, আলফাজ আহমেদ
২০১১ সালে বিশ্বকাপ বাছাইয়ে লেবাননকে ২–০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
লেবাননের বিপক্ষে ঢাকায় জয়ের সেই ম্যাচে জাহিদ হোসেন।
প্রথম লেগে বৈরুতে ৪–০ গোলে হেরে গিয়েছিল বাংলাদেশ। ঢাকার ২–০ গোলের জয় কেবল আক্ষেপই বাড়িয়েছিল।
২০১৫ বিশ্বকাপ বাছাইপর্বে ঢাকায় তাজিকিস্তানের বিপক্ষে বাংলাদেশ
২০১৫ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ঢাকায় অস্ট্রেলিয়া–বাংলাদেশ ম্যাচ
পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ। ২০১৫ বিশ্বকাপ বাছাইপর্ব