Thank you for trying Sticky AMP!!

মেসি গোলে সহায়তার হ্যাটট্রিক করেছেন, নেইমার মাঠ ছেড়েছেন চোট পেয়ে

রামোসের অভিষেকে নায়ক মেসি, নেইমারের চোট

পিএসজির জার্সিতে ঠিক বার্সেলোনার লিওনেল মেসিকে পাওয়া যাচ্ছে না। লিগে ও চ্যাম্পিয়নস লিগে গোল করেছেন বটে, কিন্তু যে মেসিকে দেখে সবাই অভ্যস্ত, তাঁর দেখা মিলছে না। পিএসজির জার্সিতে এখন পর্যন্ত সবচেয়ে বিবর্ণ দিনটা কাটাচ্ছিলেন মেসি। তবু ম্যাচের ভাগ্য গড়ে দিতে মাত্র তিনটি মুহূর্তই লাগল তাঁর।

ম্যাচের ৭৯ মিনিটে সেঁত এতিয়েনের ডি-বক্সের বাইরে বলের দখল প্রায় হারিয়ে ফেলেছিলেন মেসি। তবু কীভাবে যেন বলটা আবার নিয়ন্ত্রণে নিলেন। পায়ের বাইরের দিক ব্যবহার করে থ্রু বাড়ালেন আনহেল দি মারিয়ার দিকে। তাতেই পুরো রক্ষণ ফাঁকা হয়ে গেল এতিয়েনের। অনেক সময় নিয়ে বল জালে পাঠালেন দি মারিয়া। ২-১ গোলে এগিয়ে গেল পিএসজি। যোগ করা সময়ে আবারও মেসির জাদু। তাঁর ক্রস থেকে হেডে গোল করলেন মারকিনিওস। মেসির গোল সহায়তার হ্যাটট্রিকে প্রতিপক্ষের মাঠ থেকে ৩-১ ব্যবধানের জয় নিয়ে ফিরল পিএসজি।

পিএসজির হয়ে অভিষেক হলো রামোসের

সেঁত এতিয়েন ম্যাচ নিয়ে আগ্রহের জন্ম দিয়েছিলেন সের্হিও রামোস। দলবদলের বাজারে একসঙ্গে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার অধিনায়ককে টেনে আনার কীর্তি দেখিয়েছে পিএসজি। বার্সার সাবেক অধিনায়ক এরই মধ্যে বহু ম্যাচ খেলেছেন, দলকে জেতানোর কাজও সেরে ফেলেছেন। কিন্তু মেসির সঙ্গে প্রথমবারের মতো একই একাদশে থাকার কাজটা করা হচ্ছিল না রামোসের। পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই চোটে ভুগছেন তিনি। আজই প্রথম মাঠে নামলেন, মূল একাদশেই।

জোড়া গোল করেছেন মারকিনিওস

তবে রামোস নয়, ম্যাচের কেন্দ্রে রইলেন মেসিই। মেসির সহযোগিতায় দলকে রক্ষা করলেন রক্ষণে রামোসের সঙ্গী মারকিনিওস। ২৩ মিনিটেই পিছিয়ে পড়েছিল পিএসজি। চমৎকার এক গোল করছিলেন ডেনিস বুয়াঙ্গা। জবাবে মেসি-নেইমার-এমবাপ্পেদের সব চেষ্টা ব্যর্থ করে দিচ্ছিলেন এতিয়েন গোলরক্ষক এতিয়েন গ্রিন। প্রথমার্ধের যোগ করা সময়ে আর পারলেন না। ৪৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন টিমোতি কোলোজেজাক। মেসির নিখুঁত ফ্রি–কিক থেকে হেড করে দলকে সমতায় ফিরিয়েছেন পিএসজি অধিনায়ক।

এভাবেই চোট পেয়েছেন নেইমার

৭৯ মিনিটে দি মারিয়ার গোলের আগপর্যন্ত ম্যাচটা প্রথমার্ধের চিত্রনাট্যই দেখা গেছে। পিএসজি আক্রমণ করছে, সেগুলো মেসি-এমবাপ্পের কারণে ব্যর্থ হচ্ছে। ৮৪ মিনিটে সর্বনাশ হলো নেইমারের। ইভান মাকোর ট্যাকল থেকে বাঁচতে লাফ দিয়েছিলেন কিন্তু তাঁর বাঁ পা পড়ে মাকোর ডান পায়ের ওপর। বেকায়দাভাবে গোড়ালি বেঁকে যায় নেইমারের। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাঁকে। যোগ করা সময়ে আবারও মেসির ক্রস থেকে হেড করে দলের ব্যবধান বাড়িয়েছেন মারকিনিওস।