Thank you for trying Sticky AMP!!

রিয়াল মাদ্রিদ সহজ খেলা কঠিন করে জিতল

অ্যাসেনসিওর একমাত্র গোলেই জয় পায় রিয়াল মাদ্রিদ। ছবি: এএফপি
>লা লিগায় এসপানিওলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন অ্যাসেনসিও।

শুরু থেকেই অতিথিদের চেপে ধরে খেলে রিয়াল মাদ্রিদ। তবে বেনজেমা-অ্যাসেনসিওদের বারবার এলোমেলো শট আর সহজ সুযোগ হাতছাড়া করা রিয়াল–সমর্থকদের হতাশই করেছে বৈকি। প্রথমার্ধে অন্তত তিন–চারটি সহজ সুযোগ নষ্ট করেন রিয়ালের খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত অবশ্য জিতেছে রিয়ালই। শনিবার রাতে বার্না ব্যুতে এসপানিওলের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছেন হুলেন লোপেতেগির শিষ্যরা।

বল দখলে এসপানিওলের চেয়ে অনেকখানি এগিয়ে ছিল রিয়াল। রিয়ালের আক্রমণ সামলাতেই সময় পার করেছেন এসপানিওল খেলোয়াড়েরা। তবে যখনই রিয়াল খেলোয়াড়েরা বলের দখল হারিয়েছেন, চোখ রাঙিয়ে স্প্যানিশ জায়ান্টদের রক্ষণ চিরে ভয় ধরিয়ে দিয়েছে অতিথিরা। শুধু গোলমুখ খুলতে ব্যর্থ হয়েছে বারবার। বলা যেতে পারে, শিশুসুলভ ভুলের কারণে গোল দিতে ব্যর্থ হয়েছে এসপানিওল। ৩৫ মিনিটে রিয়ালের গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি পেরেজ। একটু এদিক-সেদিক হলেই প্রথম গোলটা রিয়াল মাদ্রিদই হজম করত। ৩৮ মিনিটে ফের সুযোগ পায় এসপানিওল। এবারও ব্যর্থ, যদিও এ যাত্রায় কোর্তোয়ার কল্যাণে রক্ষা পায় রিয়াল। শেষ পর্যন্ত অ্যাসেনসিওর গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৪১ মিনিটে এসপানিওলের ডি বক্সে মডরিচের বাড়ানো বল এসপানিওলের খেলোয়াড়ের পায়ে লেগে অ্যাসেনসিওর কাছে যায়। কোনাকুনি শটে বল জালে জড়াতে ভুল করেননি স্প্যানিশ এই তারকা। কিন্তু গোল নিয়ে খানিকটা ‘গোল’ বাধে শুরুতে। অ্যাসেনসিও অফসাইডে ছিলেন কি না—ভারের মাধ্যমে সেটা নিশ্চিত হওয়ার পরেই গোলের বাঁশি বাজান রেফারি। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করতে পারতেন নাচো। তাঁর ব্যর্থতায় ১-০ গোলের ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে মডরিচের শট অল্পের জন্য প্রতিপক্ষের জালে জড়ায়নি। ৬২ মিনিটে আবারও মডরিচের শট বেপথু হয়। ৬৫ মিনিটে রামোসের ভুলে উল্টো গোল হজম করতে বসেছিল রিয়াল মাদ্রিদ। এবারও এসপানিওলের খেলোয়াড়ের শট ঠেকিয়ে দেন কোর্তোয়া। ৭৫ মিনিটে রামোসের ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল ব্যবধান বাড়াতে পারতেন ইসকো। এবার অবশ্য এসপানিওল গোলরক্ষক দেয়াল হয়ে দাঁড়ান।


এরপর বেশ কিছু সুযোগ দুই দলই নষ্ট করে। খেলা শেষ হয় স্কোরলাইন ১-০–তে রেখেই। এ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রিয়াল মাদ্রিদ। রিয়ালের পরেই ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে বার্সেলোনা।