Thank you for trying Sticky AMP!!

২০২৬ পর্যন্ত লিভারপুলের দায়িত্বে থাকছেন ক্লপ

২০২৬ পর্যন্ত লিভারপুলেই ক্লপ

২০২৪ সাল পর্যন্ত লিভারপুলের কোচ থাকবেন, তারপর ছুটিতে চলে যাবেন। ইয়ুর্গেন ক্লপের এই পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না। দ্য অ্যাথলেটিক জানাচ্ছে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ক্লপ।

২০১৫ সালের অক্টোবরে লিভারপুলের দায়িত্ব পেয়েছেন ক্লপ। দেড় বছর ধরেই শোনা যাচ্ছে, ২০২৩–২৪ মৌসুমেই শেষ হয়ে যাবে তাঁর লিভারপুল অধ্যায়। ৫৪ বছর বয়সী ক্লপ নিজেও অনেকবার বলেছেন লিভারপুলের দায়িত্ব ছাড়ার পর লম্বা ছুটি নেবেন। এরপর আর কোনো ক্লাবে তাঁকে দেখা যাবে কি না, এ নিয়েও সন্দেহ জেগেছে।

লিভারপুল সমর্থকদের মন ভালো হয়ে যাবে এই খবরে

কিন্তু এ মৌসুমে দুর্দান্ত খেলছে লিভারপুল। সম্ভাব্য চারটি শিরোপাই জেতার আশা আছে অলরেডদের। লিভারপুল তাই কোচের মত বদলানোর চেষ্টা করছিল। কিছুদিন আগে ক্লপও বলেছেন, এই কাজ চালিয়ে যাওয়ার শক্তি আছে কি না, সে বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন। লিভারপুলের মালিকপক্ষ ফেনওয়ে স্পোর্টস গ্রুপের সভাপতি মাইক গর্ডন গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ম্যাচে অ্যানফিল্ডে হাজির ছিলেন।

অনুশীলনে ক্লপ

গর্ডনের উপস্থিতিই প্রথম গুঞ্জন তুলেছিল, ক্লপের চুক্তি নবায়ন করতেই হাজির হয়েছেন তিনি। মাঠে ক্লপের এজেন্ট মার্ক কসিকও হাজির ছিলেন, বসেছিলেন গর্ডনের কয়েক সিট পরই। এই মৌসুমে এরই মধ্যে লিগ কাপ জিতেছে লিভারপুল। এফএ কাপের ফাইনালে উঠে গেছে তারা। লিগে এক পয়েন্টে পিছিয়ে আছে ম্যানচেস্টার সিটির চেয়ে। চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে।

তবে লিভারপুল সমর্থকদের সম্ভবত ক্লপের আরও দুই বছর চুক্তি নবায়নের খবরই বেশি আনন্দ দেবে।