Thank you for trying Sticky AMP!!

২৫ বছরে সবচেয়ে বাজে শুরু বার্সার

হতাশ বার্সা আক্রমণভাগের দুই তারকা মেসি ও গ্রিজমান। ছবি: অপটা টুইটার পেজ

লা লিগা কেবল শুরু হয়েছে। চার-পাঁচটি করে ম্যাচ খেলেছে দলগুলো। বড় দলগুলোর কি অবস্থা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পয়েন্ট টেবিল। রিয়াল মাদ্রিদ তবু শীর্ষ পাঁচে আছে। বার্সেলোনার হদিস নেই! না, মানে শীর্ষ পাঁচে নেই। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে আর্নেস্তো ভালভার্দের দল। কাল গ্রেনাডার কাছে হেরে এতটা নিচে নেমে এসেছে কাতালান ক্লাবটি।

স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় বিভাগে দুই বছর কাটিয়ে এবার আবারও লা লিগায় ফিরেছে গ্রানাডা। কাল বার্সাকে ২-০ গোলে হারিয়ে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে আন্দালুসিয়ান দলটি। আর এই হারে লিগে গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে বাজে শুরু দেখতে হলো বার্সাকে। লা লিগায় প্রতি জয়ে ৩ পয়েন্টের প্রচলন শুরুর পর কোনো মৌসুমের প্রথম পাঁচ ম্যাচ শেষে এটাই সবচেয়ে বাজে শুরু দলটির। দুই জয়, দুই হার ও এক ড্র।

লিগে বার্সা সবশেষ এমন বাজে শুরু করেছিল ১৯৯৪-৯৫ মৌসুমে। সেবার লিগে প্রথম পাঁচ ম্যাচ শেষে বার্সার পয়েন্টসংখ্যা ছিল ৫। প্রয়াত ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুয়েফের অধীনে বার্সার সেই ‘ড্রিম টিম’ তখন শেষ দেখে ফেলার পথে। সে মৌসুমে চারে থেকে লিগ শেষ করার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছিল বার্সা। হারতে হয়েছিল পিএসজির কাছে।

পয়েন্ট টেবিলে শীর্ষ দশ দলের মধ্যে বার্সাই বেশি গোল হজম করেছে। ১৯৯৬-৯৭ মৌসুমের পর লিগে এটাই বার্সার সবচেয়ে রক্ষণাত্মক শুরু। কাল গ্রানাডার মাঠে বার্সা প্রথম গোলটি হজম করেছিল ৬৪ সেকেন্ডের মাথায়। ২০১১ সালে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড করিম বেনজেমার ২১ সেকেন্ডের গোলের পর এটাই সবচেয়ে দ্রুততম গোলের নজির—যা করেছেন নাইজেরিয়ান মিডফিল্ডার র‌্যামন আজিজ।