২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি
২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি

তিন চ্যাম্পিয়ন দলসহ যেসব তারকাকে দেখা যাবে না ক্লাব বিশ্বকাপে

আর মাত্র এক দিনের অপেক্ষা। এরপরই শুরু হবে বহুল আলোচিত ক্লাব বিশ্বকাপের মহারণ। রোববার সকাল ছয়টায় স্বাগতিক ইন্টার মায়ামি ও আল আহলির মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে আন্তমহাদেশীয় ক্লাব শ্রেষ্ঠত্বের এই লড়াই।

এরই মধ্যে ক্লাব বিশ্বকাপের ট্রফিকে পাখির চোখ করে প্রস্তুতিও সম্পন্ন করেছে দলগুলো। যেখানে এক মাসব্যাপী দেখা যাবে তারার দ্যুতিও। তবে ক্লাবের বিশ্বকাপের ঝলমলের প্রদীপের নিচে আছে কিছু অন্ধকারও।নিয়মের কারণে বেশ কিছু শীর্ষ দল ও তারকাদের এই টুর্নামেন্টে থাকতে হবে দর্শক হয়ে। ক্লাবগুলোর মধ্যে যে তালিকায় আছে ইউরোপে চলতি মৌসুমের তিনটি চ্যাম্পিয়ন দলও।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে কেবল বুন্দেসলিগাজয়ী বায়ার্ন মিউনিখ এবং ফরাসি লিগ আঁ চ্যাম্পিয়ন পিএসজি এই প্রতিযোগিতায় অংশ নিতে পারছে। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল, লা লিগা বিজয়ী বার্সেলোনা এবং সিরি ‘আ’ চ্যাম্পিয়ন নাপোলিকে দেখা যাবে না এই প্রতিযোগিতায়।

বার্সেলোনা, লিভারপুল এবং নাপোলি কেন জায়গা পায়নি

ফিফার ঠিক করা নিয়ম অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সময়ের মধ্যে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় যারা মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে, ২০২৫ ক্লাব বিশ্বকাপে তারাই শুধু জায়গা পাবে। এ নিয়ম অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪—এই চার বছরে চ্যাম্পিয়নস লিগজয়ী চেলসি (২০২১), ম্যানচেস্টার সিটি (২০২৩) ও রিয়াল মাদ্রিদ (২০২২ ও ২০২৪) ক্লাব বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে।

দারুণ ছন্দে থাকা বার্সা ক্লাব বিশ্বকাপ খেলার সুযোগ পায়নি

ইউরোপ থেকে এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবে ১২টি দল। তিনটি দল সরাসরি জায়গা করে নেওয়ায় বাকি ছিল ৯টি স্থান। আর এই ৯ দলের জায়গা নিশ্চিত হয়েছে উয়েফার অধীন ক্লাবগুলোর র‌্যাঙ্কিং সিস্টেম অনুযায়ী, যেখানে মূলত বিবেচনায় নেওয়া হয় গত চার মৌসুমের পারফরম্যান্স।

পাশাপাশি ক্লাব বিশ্বকাপে প্রতিটি দেশ থেকে দুটি দল অংশ নিতে পারার নিয়মও করা হয়েছে। স্পেন থেকে রিয়াল যেহেতু সরাসরি জায়গা পেয়েছে, তাই এই দেশ থেকে বাকি ছিল আর একটি দলের জায়গা। বার্সাকে সেখানে পেছনে ফেলে জায়গাটি পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। কারণ, চার বছরের ইউরোপিয়ান পারফরম্যান্স অনুযায়ী র‍্যাঙ্কিংয়ে বার্সার চেয়ে এগিয়ে ছিল আতলেতিকো।

একই নিয়মের কারণে বাদ পড়েছে এবার ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুলও। ইংল্যান্ড থেকে টিকিট পেয়েছে চেলসি ও ম্যানচেস্টার সিটি। কারণ, ২০২১ সালের চ্যাম্পিয়নস লিগ জিতেছে চেলসি এবং ২০২৩ চ্যাম্পিয়নস লিগ জিতেছে সিটি। ইংল্যান্ড থেকে একটি দল গত চার বছরের মধ্যে একবার চ্যাম্পিয়নস লিগ জিতলে অন্য দলটি নির্ধারণ করা হতো উয়েফার র‌্যাঙ্কিং সিস্টেম অনুযায়ী। একইভাবে উয়েফার চার বছরের র‍্যাঙ্কিংয়ে ইন্টার মিলান ও জুভেন্টাসের চেয়ে পিছিয়ে থাকায় জায়গা পায়নি সিরি ‘আ’ চ্যাম্পিয়ন নাপোলি।

ইয়ামাল–রোনালদো–সালাহদের মিস করবে ক্লাব বিশ্বকাপ

যে তারকারা দর্শক

এই দলগুলো বাদ পড়ায় এসব দলে খেলা তারকাদেরও দেখা যাবে না ক্লাব বিশ্বকাপে। আর ক্লাব বিশ্বকাপে দর্শকের তালিকায় যেসব হাই–প্রোফাইল তারকার নাম আছে তাঁদের মধ্যে লামিনে ইয়ামাল, রবার্ট লেভানডফস্কি, রাফিনিয়া, মোহাম্মদ সালাহ, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, ভার্জিল ফন ডাইক এবং আলিসন অন্যতম।

ম্যানচেস্টার সিটির প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ে অবদান রেখেও ক্লাব বিশ্বকাপে দর্শক হয়ে থাকছেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। মৌসুম শেষে সম্প্রতি সিটি ছেড়ে নাপোলিতে যোগ দিয়েছেন তিনি। যেহেতু নাপোলি ক্লাব বিশ্বকাপে দর্শক, তাই এই প্রতিযোগিতায় খেলা হচ্ছে না ডি ব্রুইনারও।

ক্রিস্টিয়ানো রোনালদোকে ক্লাব বিশ্বকাপে খেলানোর অনেক চেষ্টা করা হয়েছে। বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ব্রাজিল ও আর্জেন্টিনার কোনো কোনো ক্লাব রোনালদোকে নিয়ে নাকি আগ্রহও প্রকাশ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত পরিকল্পনা কাজে না লাগায় সদ্য পর্তুগালের নেশনস লিগ জয়ের নায়ককেও দেখা যাবে না এই মঞ্চে। একইভাবে দেখা যাবে না সান্তোসের হয়ে খেলা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকেও। আর এই শীর্ষ তারকাদের অনুপস্থিতি ক্লাব বিশ্বকাপের আলোকে কিছুটা হলেও ম্লান করবে।